নরসিংদী পৌর মেযর বিরদ্ধে সনদ জালিযাতির অভিযোগে আদালতে মামলা।

নরসিংদী পৌর মেযর বিরদ্ধে সনদ জালিযাতির অভিযোগে আদালতে মামলা।


সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি:


নরসিংদী পৌরসভার মেয়র মো. কামরজ্জামানের নামে আদালতে সনদ জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করেছেন জেলা মোটর শ্রমিক লীগের সহ-সভাপতি আহমেদ কায়সার রনি। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে আগামী বছরের ২৩ মার্চ অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী আহমেদ রনি কায়সারের আইনজীবী মোহাম্মদ রিপন আলী মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন

তিনি জানান, সনদ জালিয়াতির অভিযোগে সোমবার (৭ ডিসেম্বর) নরসিংদীর পৌর মেয়রের বিরদ্ধে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিমের আদালতে মামলা করা হয়। আদালত সিআইডিকে আগামী বছরের ২৩ মার্চ অভিযোগের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালে অনুষ্ঠিত পৌর নির্বাচনে আসামি মো. কামরজ্জামান তার হলফনামায় উল্লেখ করেন তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণি পাশ। আসামি জাল-জালিযাতি করে এইচএসসি পাস দাবি করেছেন এবং প্রতারণা করে সত্য গােপন করেছেন। নরসিংদী সদর ওয়েবসাইটে এ আসামির শিক্ষাগত যােগ্যতা মাস্টার্স/সমমান উল্লেখ রয়েছে। যা জাল জালিযাতির মাধ্যমে সৃজনকৃত।

আপনি আরও পড়তে পারেন