মাগুরায় জন্ম নেওয়া জোড়া মাথার শিশুটির দায়িত্ব নিলেন এমপি শিখর

মাগুরায় জন্ম নেওয়া জোড়া মাথার শিশুটির দায়িত্ব নিলেন এমপি শিখর

আকরাম হোসেন ইকরাম,মাগুরা প্রতিনিধি॥

মাগুরায় জোড়া মাথা বিশিষ্ট কন্যা শিশুটির চিকিৎসার সম্পুর্ন দায়িত্ব নিয়েছেন,মাগুরা ১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এ্যাড সাইফুজ্জামান শিখর।গতকাল ম্ঙ্গলবার বিকালে মাগুরা মা প্রাইভেট হাসপাতালে সিজার করানো হয়।

জোড়া মাথা বিশিষ্ট কন্যা শিশুটি সিজার করেন ডাঃ মাসুদুল হক।কন্যা শিশুটি জোড়া মাথা হওয়া হাসপাতালটিতে শিশুটিকে এক নজর দেখার জন্য হাসপাতালে ভিড় জমে ওঠে।শিশুটির বাবা পলাশ জানান, শিশুটি মাগুরা মা প্রাইভেট হাসপাতালে সিজার করানো হয়।

সেখানে জাহান প্রাইভেট হাসপাতালের সত্বাধীকারী ডাঃ মাসুদুল হক সিজার করার পর দেখতে পান শিশুটি স্বাভাবিক অবস্থায় নয়,জেনে মাগুরা ২৫০সয্যা বিশিষ্ট হাসপাতালে রেফার্ড করেন।আজ বুধবার জোড়া মাথা বিশিষ্ট শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় পাঠানো হয়েছে।

আপনি আরও পড়তে পারেন