পিরোজপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

পিরোজপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

জালিস মাহমুদ, পিরোজপুর প্রতিনিধিঃ 

পিরোজপুর সদর থানার আয়োজনে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।


 ০৯ জানুয়ারী (শনিবার) সদর থানা আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব হায়াতুল ইসলাম খান।
 সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন )  জনাব মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব থান্দার খাইরুল হাসান পিপিএম-সেবা।

  প্রধান অতিথি বলেন, পুলিশ ইচ্ছে করলেই এককভাবে মাদকমুক্ত সমাজ গঠন করতে পারবে না। মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এজন্য সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে আরও  বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জনাব গৌতম নারায়ন রায় চৌধুরী, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জনাব জাহাঙ্গীর আলম, পিরোজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব গোলাম মাওলানা নকিব সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 


বিট পুলিশং সভা শেষে ওপেন হাউজ ডে ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানে বিভিন্ন পরামর্শ দেন।

আপনি আরও পড়তে পারেন