বেগম আনোয়ারা ও সোনা মিয়া ট্রাস্ট এর পক্ষ হতে শীতবস্ত্র বিতরণ

বেগম আনোয়ারা ও সোনা মিয়া ট্রাস্ট এর পক্ষ হতে শীতবস্ত্র বিতরণ

মোঃ হুমায়ুন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব প্রয়াত হাজী মোঃ সোনা মিয়ার রুহের মাগফেরাত কামনায় ” বেগম আনোয়ারা ও সোনা মিয়া ট্রাস্ট ” এর পক্ষ থেকে হতদরিদ্র মানুষের মাঝে কম্বল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত  রসুলপুর-চিলাউড়া গ্রামে নিবাসী জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ এর আমৃত্য ধর্ম বিষয়ক সম্পাদক, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামীলীগ এর সাবেক সভাপতি, রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির আমৃত্য দাতা সদস্য, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মরহুম হাজী মোঃ সোনা মিয়ার ১ ম মৃত্যু বার্ষিকীতে তাহার  রুহের মাগফিরাত কামনায় “বেগম আনোয়ারা ও সোনা মিয়া ট্রাস্ট, এর পক্ষে  চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ, ট্রাস্টের সদস্য মোঃ  কামাল উদ্দিন, মোঃ ইমরান উদ্দিন, সম্রাট আকবর, রেজু বেগম, রেনু বেগম, পারুল আক্তারের অর্থায়নে ১০ ই জানুয়ারী রোজ রবিবার বিকালে মরহুম এর বাড়ীতে রসুলপুর জামেয়া ইসলামিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ আনোয়ার মিয়ার সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা যুবদল এর সহ-সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আবুল হাশিম এর পরিচালনায়  কম্বল ও নগদ অর্থ বিতরণী অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।


উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসাবে  বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ  আতাউর রহমান। বিশেষ অতিথি হিসাবে  বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ  রেজাউল করিম রিজু মিয়া,  জগন্নাথপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি মিসেস ফারজানা আক্তার, সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খসরু, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব শহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, জগন্নাথপুর পৌরসভার সাবেক কমিশনার লুৎফুর রহমান,জগন্নাথপুর উপজেলা বিএনপির সদস্য ও চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ডাঃ রাজা মিয়া, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী।

দেশ-বিদেশের সকলের কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন বেগম আনোয়ারা ও সোনা মিয়া ট্রাস্টের চেয়ারম্যান জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মরহুম হাজী সোনা মিয়ার সুযোগ্য সন্তান জামাল উদ্দিন আহমেদ এমএ এল এল বি।


অনুষ্টানে উপস্থিত ছিলেন চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হানিফ উল্লা, জামাল মিয়া মাষ্টার, আব্দুল অদুদ মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন যুবলীগ নেতা তাজ উদ্দিন, সাব্বির খান ছবির, চিলাউড়া হলদিপুর ইউনিয় যুবদল নেতা তোতা মিয়া, মাসিব খান, জগন্নাথপুর পৌর ছাত্রদলের নবগঠিত কমিটির আহবায়ক ইমন আহমদ, মরহুমের রড় মেয়ে রেজু বেগম, মরহুমের ছোট্ট চাচি গুলনেহার বেগম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও অসহায়, দরিদ্র শীতার্ত মানুষজন। অনষ্টানে অসহায়, দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে ২০০ কম্বল ও ৫০ হাজার টাকা  নগদ অর্থ  বিতরণ করা হয়েছে।


বক্তারা তাদের বক্তব্যে মরহুম হাজী সোনা মিয়ার স্মৃতি চারন করে বলেছেন সোনা মিয়া একদারে একজন রাজনীতিবীদ, শিক্ষানুরাগী, সালিশ ব্যক্তিত্ব ছিলেন। মরহুম সোনা মিয়া রসুলপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা এমপির করতে গিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের সাথে বার বার কথা বলতেন, মাদ্রাসাটি এমপিও করনের জোর দাবী করতেন, এলাকার রাস্তাঘাট উন্নয়নের জন্যে কথা বলতেন।তিনি একজন ইসলাম প্রিয় মানুষ ছিলেন।

তিনি সব সময় সত্য ন্যায়ের পক্ষে মজলুমের পক্ষে কথা বলতেন।বক্তারা মরহুম হাজী সোনা মিয়ার মাগফিরাত কামনা করেছেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন রসুলপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আলী হুসেন।

অনুষ্ঠানের শেষে মরহুম হাজী সোনা মিয়া ও তার সহ-ধর্মিনী মরহুমা বেগম আনোয়ারা এবং উনাদের মেয়ে মরহুমা শিউলী আক্তারের মাগফিরাত কামনা করে, মরহুমের পরিবার পরিজনদের দীর্ঘায়ূ ও সুসাস্থ্য কামনা করার পাশাপাশি  কোভিট ১৯ করোনা ভাইরাস থেকে সুস্থ রাখতে দেশ-বিদেশের সকলের জন্যে মহান আল্লাহ তায়ালার দরবারে মোনাজাত করেছেন।

আপনি আরও পড়তে পারেন