সোনারগাঁওয়ে শীতলক্ষা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সোনারগাঁওয়ে শীতলক্ষা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকায় শীতলক্ষা নদী থেকে অজ্ঞাতনামা (৩০) এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুুিলশ। বৃহস্পতিবার বিকলে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেঙ্গল জুট মিল এলাকায় শীতলক্ষা নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ১৪ জানুয়ারী (বৃহস্পতিবার) দুপুরে কাঁচপুর বেঙ্গল জুট মিল এলাকার শীতলক্ষা নদীতে ভাসমান লাশ দেখে স্থানীয়রা ৯৯৯ নম্বরে ফোন দেয়। পরে কন্টোল রুম থেকে সোনারগাঁও থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে সোনারগাঁও এবং কাঁচপুর নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

সোনারগাঁও থানার এসআই ইয়ায়ুর রহমান বলেন, ৯৯৯ এ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করি। প্রাথমিক ভাবে লাশটি দেখে ধারনা করা হচ্ছে ২/৩ দিন পূর্বে মাথায় আঘাত করে হত্যার পর কে বা কাহারা নদীতে ফেলে যায়। উদ্ধারকৃত লাশের দেহে ছিল ফুলহাতা শার্ট ও জিন্স প্যান্ট।

আপনি আরও পড়তে পারেন