নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসচেতনতা বাড়াতে ছাগলনাইয়ায় ক্যারাভান রোড শো

নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসচেতনতা বাড়াতে ছাগলনাইয়ায় ক্যারাভান রোড শো

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে কোভিড-১৯ জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃক আয়োজিত ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার (১৯ জানুয়ারী) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের আঙ্গিনায় “খাদ্য নিরাপত্তায়” ক্যারাভান রোড শো উদ্বোধন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের চৌধুরী’র সভাপতিত্বে ও জেলা নিরাপদ খাদ্য অফিসার আফিফা ছিদ্দিকা’র সঞ্চালনায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা আক্তার শিল্পী, সহকারী কমিশনার (ভূমি) হোমায়রা ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আল মমিন, কৃষি কর্মকর্তা সাফকাত রিয়াদ, উপজেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রধান অতিথি ও উদ্বোধক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, নির্বাহী অফিসার সাজিয়া তাহের চৌধুরী। এ সময় বক্তারা বলেন, সুস্থ জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্যের বিকল্প নেই। সুস্থ থাকতে হলে পরিচ্ছন্ন খাবার গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, আমরা যে পাত্রে খাদ্য গ্রহণ করি সেই পাত্র ও গ্লাসও জীবাণুমুক্ত করে খেতে হবে। নয়তো খাবারের গুণগত মান নষ্ট হয়ে যাবে। তাই সর্ব সাধারণের জনসচেতনতা প্রয়োজন। এসময় আরো উপস্থিত ছিল, নির্বাহী অফিসার কার্য্যলয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নুরুল হুদা, কবি ইসহাক মজুমদার সহ উপজেলা পরিষদের অন্যন্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ

আপনি আরও পড়তে পারেন