নবাবগঞ্জে এশিয়ান টেলিভিশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নবাবগঞ্জে এশিয়ান টেলিভিশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার: বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে ঢাকার নবাবগঞ্জে ‘এশিয়ান টেলিভিশনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা প্রেসক্লাব হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ এরপর কেক কাটা হয় এবং বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়৷ 


আলোচনা সভায় বক্তারা বলেন, এশিয়ান টেলিভিশন নবাবগঞ্জসহ সারাদেশ অনেকটাই জনপ্রিয়তালাভ করেছেন৷ এমনকি ভালোবাসার মধুর দিয়ে পাঠকদেরকে মন জুগিয়েছেন। এসময় উপস্থিতি অতিথিবৃন্দরা এশিয়ান টেলিভিশনের সাফল্য কামনা করেন৷ 


এসময় প্রেসক্লাব সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম সালাউদ্দীন মনজু। 
প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক ও যুগান্তরের সাংবাদিক আজহারুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, সাফিল উদ্দিন মিয়া, আরিফুর রহমান শিকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন। 

অন্যান্যদের মাঝে আরো উপস্থিতি ছিলেন, বক্সনগর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক শাহিন খান, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও ভোরের কাগজের প্রতিনিধি শাহিদুল হক খান ডাবলু, মোহনা টেলিভিশনের প্রতিনিধি খালিদ হোসেন সুমন, আওয়ামী লীগ নেতা- এসএম সাইফুল ইসলাম, জিয়াউল ইসলাম মিথু, আশরাফ আলী, জসীম উদ্দিন, যুবলীগ সাংগঠনিক সম্পাদক রাকিব পত্তনদার, মৎস্যজীবি লীগ সভাপতি ফারুক মোল্লা, সাধারন সম্পাদক রমজান আলী, বাংলা নিউজের প্রতিনিধি সালাউদ্দিন বাচ্চু, সময়ের আলোর প্রতিনিধি বিপ্লব ঘোষ, বণিক বার্তার প্রতিনিধি সাদের হোসেন বুলু, ইত্তেফাকের প্রতিনিধি শাহিনুর রহমান তুতি, খোলা কাগজের প্রতিনিধি ফজলুর রহমান, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি জালাল উদ্দিন আহমেদ, দেশ রূপান্তরের প্রতিনিধি কাজী সোহেল প্রমুখ৷ 

আপনি আরও পড়তে পারেন