‘কয়েক দশকের মধ্যে নতুন যুদ্ধ শুরু না করা প্রথম মার্কিন প্রেসিডেন্ট আমি

‘কয়েক দশকের মধ্যে নতুন যুদ্ধ শুরু না করা প্রথম মার্কিন প্রেসিডেন্ট আমি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে বিদায় নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আর কয়েক ঘণ্টা পরেই তিনি ওয়াশিংটন ছেড়ে চলে যাবেন। তিনি চেয়েছিলেন জাঁকজমকপূর্ণভাবে বিদায় নিতে। কিন্তু তা আর হয়ে ওঠেনি। তাই কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই হোয়াইট হাউজ ছাড়ছেন।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প তার দায়িত্ব পালনের শেষ দিনে প্রকাশ করা এক বিদায়ী ভাষণে বলেছেন, নতুন করে কোন যুদ্ধ শুরু না হওয়ায় তিনি গর্বিত। ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘বিগত কয়েক দশকের মধ্যে নতুন করে যুদ্ধ শুরু না করা প্রথম মার্কিন প্রেসিডেন্ট হতে পেরে আমি বিশেষভাবে গর্ববোধ করছি।’

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে আমার মেয়াদে আমরা যা অর্জন করেছি তা সত্যিই গর্বের। যা করতে এসেছিলাম, তার সবই করেছি। এর বাইরেও আরও অনেক কিছু করেছি। কেউ ভাবেনি আমরা এতোটা সফল হবো। আমি এ দশকের প্রথম প্রেসিডেন্ট হিসেবে বিশেষ গর্বিত যার আমলে নতুন কোনও যুদ্ধ শুরু হয়নি।

বিদায়ী এ প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমাদের বলিষ্ঠ কূটনীতি এবং বাস্তব নীতির ফলে আমরা মধ্যপ্রাচ্যে একের পর এক ঐতিহাসিক শান্তি চুক্তি করতে পেরেছি। এটি করা যেতে পারে কেউ তা বিশ্বাস করেননি। দি আব্রাহাম অ্যাকর্ড সহিংসতা ও রক্তক্ষয়ী যুদ্ধের পথ এড়িয়ে ভবিষ্যতের শান্তি ও সম্প্রীতির দ্বার উন্মোচন করে দিয়েছে। এটি হচ্ছে নতুন মধ্যপ্রাচ্যের প্রথম প্রভাত এবং আমরা বিদেশে মোতায়েন করা আমাদের সৈন্যদের দেশে এনেছি।’

এদিন ক্যাপিটল হিলে নিজের উগ্র সমর্থকদের তাণ্ডবেরও সমালোচনা করেন বিদায়ী প্রেসিডেন্ট। তিনি বলেন, ক্যাপিটলে হামলার ঘটনায় পুরো দেশ আতঙ্কিত হয়েছিল। এ রকম রাজনৈতিক সহিংসতা আমেরিকার মূল্যবোধের ওপর আঘাত। এটি কখনও সহ্য করা যায় না। মনে রাখতে হবে যে, আমেরিকানদের মধ্যে মতবিরোধ থাকবে। তবে তারা বিশ্বস্ত ও শান্তিকামী নাগরিক। নিজেদের দেশকে তারা সমৃদ্ধ দেখতে চায়।

নিজ প্রশাসনের সাফল্যের বয়ান তুলে ধরে তিনি বলেন, আমেরিকান ইতিহাসে কর ছাড় এবং সংস্কারের বৃহত্তম প্যাকেজটি আমরা পাস করেছি। কর্মসংস্থানের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হ্রাস করেছি। আমাদের ভঙ্গুর বাণিজ্য চুক্তিগুলো সুসংগঠিত করেছি। ভয়াবহ ট্রান্স-প্যাসিফিক অংশীদারিত্ব এবং অসম্ভব প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে এসে একতরফা দক্ষিণ কোরিয়া চুক্তি পুনর্বিবেচনা করেছি।

ডোনাল্ড ট্রাম্প বলেন, নাফটা চুক্তিকে ইউএসএমসিএ-এর সঙ্গে সুষ্ঠুভাবে স্থাপন করেছি। এটি মেক্সিকো ও কানাডার সঙ্গে খুব কার্যকর একটি চুক্তি। এছাড়াও এটি খুব গুরুত্বপূর্ণ যে, আমরা চীনের ওপর ঐতিহাসিক শুল্ক আরোপ করেছি। আমরা উৎপাদন বৃদ্ধি করেছি, হাজার হাজার নতুন কারখানা খুলেছি। ‘মেড ইন ইউএসএ’ ট্যাগকে আবারও প্রতিষ্ঠিত করেছি।

তিনি বলেন, কর্মজীবী পরিবারগুলির জন্য জীবনকে আরও উন্নত করতে আমরা শিশু পরিচর্যা এবং বিকাশের জন্য তহবিলে স্বাক্ষর করেছি। আমরা ভবিষ্যতের কর্মসংস্থানের জন্য বেসরকারি খাতের সঙ্গে যোগ দিয়ে এক কোটিরও বেশি আমেরিকান কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি সুরক্ষিত করেছি। যখন আমাদের দেশ ভয়াবহ মহামারীতে আক্রান্ত হয়েছিল, তখন আমরা একটি নয়, রেকর্ড ভেঙ্গে অতি দ্রুত দুটি ভ্যাকসিন তৈরি করেছি এবং অদূর ভবিষ্যতে আরও আসছে। তারা বলেছিল, এটি করা সম্ভব নয়। তবে আমরা তা করেছি। এটি এখন চিকিৎসা ক্ষেত্রে অলৌকিক ঘটনা বলা হচ্ছে। সর্বোপরি, আমরা এ ধারণাটি পুনরুদ্ধার করেছি যে আমেরিকাতে, সরকার জনগণের প্রতি সাড়া দেয়।

ট্রাম্প দাবি করেন, তার প্রশাসন বিশ্বের বিভিন্ন দেশকে চীনের সামনে দাঁড়াতে ঐক্যবদ্ধ করেছে, যা এর আগে কখনও হয়নি। তিনি বলেন, সাহসী কূটনীতি এবং নীতিগত বাস্তবতার ফলস্বরূপ আমরা মধ্যপ্রাচ্যে একাধিক ঐতিহাসিক শান্তিচুক্তি অর্জন করেছি। এটি একটি নতুন মধ্যপ্রাচ্যের উদয়। আমরা আমাদের সেনাদের ফিরিয়ে এনেছি। সূত্র: ভয়েস অব আমেরিকা

আপনি আরও পড়তে পারেন