গাইবান্ধায় আধুনিক যন্ত্রপাতি কৃষকদের হাতে তুলে দেন হুইপ

গাইবান্ধায় আধুনিক যন্ত্রপাতি কৃষকদের হাতে তুলে দেন হুইপ

জিহাদ হক্কানী : 

বর্তমান সরকার কৃষিতে বহুমূখী কার্যক্রম গ্রহন করায় কৃষকরা তার সুফল পেয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে কৃষি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। করোনা কালীন সময়ে কৃষককের পাশে থেকে প্রনোদনা দিয়েছে যার ফলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সক্ষম হয়েছে।জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারে মাধ্যমে অর্থনৈতিক ভাবে কৃষকরা স্বাবলম্বী হবে তেমনি আগামীতে কৃষরা বিলাস বহুল জীবন যাপন করবে।
তিনি আজ গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরণ কালে একথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: মাসুদার রহমান, রংপুর বিভাগ কৃষি ও গ্রামীন উন্নয়ন প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ আবু ফাত্তাহ্ মো: রওশন কবির, উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম, উপজেলা কৃষি অফিসার মো: ইমরান আলী সহ অন্যান্য কর্মকর্তা গণ।
অনুষ্ঠানে হুইপ গাইবান্ধা সদর উপজেলার ১৩টি ইউনিয়নে ২শ ৩৭টি আধুনিক যন্ত্রপাতি কৃষকদের হাতে তুলে দেন।

আপনি আরও পড়তে পারেন