পীরগঞ্জে চাপুনদহ ও আত্রাই বিল পুনঃখনন উদ্বোধন

পীরগঞ্জে চাপুনদহ ও আত্রাই বিল পুনঃখনন উদ্বোধন

বখতিয়ার রহমান,পীরগঞ্জ(রংপুর) :
রংপুরের পীরগঞ্জ উপজেলায় বুধবার চাপুনদহ ও আত্রাই বিল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রাণী রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, পীরগঞ্জ পৌর সভার মেয়র তাজিমুল ইসলাম শামীম, উপজেলা মৎস্য অফিসার আমিনুুল ইসলাম, চতরা ইউপি চেযারম্যান এনামুল হক শাহীন, কাবিলপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তাবয়ন কর্মকর্তা মিজানুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

রংপুর বিভাগের মধ্যে ২০২০-২১ অর্থ বছরে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় আত্রাই বিল ও চাপুনদহ বিল পুনঃ খনন কর্মসুচির আওতায় এই বিল খনন উদ্বোধন করা হয়। উপজেলা মৎস্য বিভাগ উক্ত প্রকল্প বাস্তবায়ন করছে বলে জানা গেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়-আত্রাই বিল এর ১ দশমিক ৫ হেক্টর আয়তন এলাকা খননের জন্য ১৯ লাখ ৯৮ হাজার টাকা এবং চাপনদহ বিলের ১ দশমিক ৫ হেক্টর এলাকা খননের জন্য ১৮ লাখ ৬০ হাজার টাকা বরাদ্ধ দেয়া হয়েছে । কর্তপক্ষ জানান, চলতি মওসুমে এ কর্মসুচির আওতায় উপজেলার পৃথক ৩ টি বিল এ মোট ৬টি পুকুর খনন করা হবে

আপনি আরও পড়তে পারেন