আদমদীঘিতে বাস সিএনজি সংঘর্ষে মৃত ১, আহত ২

আদমদীঘিতে বাস সিএনজি সংঘর্ষে মৃত ১, আহত ২

আহসান হাবিব শিমুল(আদমদীঘি প্রতিনিধি)

বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আদমদীঘির শিবপুর নামক স্থানে বাসের চাপায় সিএনজি যাত্রী গ্রামীন ব্যাংক বগুড়ার মাঝিড়া শাখার ম্যানেজার শিল্পী রানী (৪০) ঘটনাস্থলেই নিহত হয়েছে। দুমড়েমুচড়ে ভর্তা হয়ে যাওয়া সিএসজি যাত্রী নিহত শিল্পীর রানীর স্বামী  জয়পুরহাটের কালাই গ্রামীন ব্যাংক শাখার ম্যানেজার দিপংকর বিশ্বাস (৪৫) ও সিএনজি চালক বগুড়ার শিবগঞ্জ উপজেলার চালনচা গ্রামের জিয়া উদ্দীন (৩৬) গুরুতর আহত হয়। তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বগুড়া শজিমেকে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে। পুলিশ জানায়, যশোর জেলার অভয়নগর উপজেলার হরিশপুর গ্রামের বাসিন্দা গ্রামীন ব্যাংক কর্মকর্তা স্বামী-স্ত্রী দিপংকর বিশ্বাস ও শিল্পী রানী যশোর থেকে ট্রেন যোগে সান্তাহার পৌঁছে। এরপর সিএনজি যোগে কর্মস্থলে যাচ্ছিলেন। তাদের বহন করা সিএনজি আদমদীঘি সদরের শিবপুর ফায়ার সার্ভিস স্টেশন এলাকা অতিক্রম করার সময় পিছন দিক থেকে ঢাকাগামী এসআই পরিবহন নামক একটি বাস সিএনজিকে চাপা দেয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।

আপনি আরও পড়তে পারেন