হরিপুরে জাতীয় বীমা দিবস পালিত

হরিপুরে জাতীয় বীমা দিবস পালিত

জে, ইতি হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি  মুজিববর্ষের অঙ্গীকার বীমা হোক সবার এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার বীমা অফিসের সমন্বিত উদ্যোগে দিবসটি পালিত হয়।

 এ উপলক্ষে উপজেলা চত্বর হতে  একটি বর্নাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধাণ প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। 
এরপর উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়,উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও দৈনিক হরিপুর এর প্রকাশক  অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল।এছাড়া আরো উপস্থিত ছিলেন,

সাংবাদিক জসিম উদ্দিন ইতি, ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের কাজল,  প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সর আনোয়ার হোসেনসহ বিভিন্ন ইন্স্যুরেন্সের কর্মকর্তারা বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালন করেন, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ঠাকুরগাঁও রাণীশংকৈল এজেন্সি অফিসের ইনর্চাজ আবু সাঈদ সরকার। এসময় তারা বলেন জীবনের ঝুকি রোধ ও নিজের উন্নয়নের লক্ষ্যে বীমা করা অত্যন্ত জরুরি। তাই আমরা মনে করি বীমা করুন নিজের উন্নয়ন গড়তে বীমা করুন। বীমায় কোন লোকসান নেই বলে জানান বক্তারা।

আপনি আরও পড়তে পারেন