ঢাকা আইনজীবী সমিতির নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর

ঢাকা আইনজীবী সমিতির নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর

নিজস্ব  প্রতিনিধি 
বহুল আলোচিত ঢাকা আইনজীবী সমিতির ক্ষমতা হস্তান্তর করেন গতবারের নির্বাচিত কমিটির প্রতিনিধিরা।
গতকাল রবিবার ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস উপলক্ষে শহীদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে গতবারের নির্বাচিত আইনজীবী সমিতির সকল কর্মকর্তা ও সদস্য এবং বর্তমান নির্বাচিত প্রতিনিধিত্ব করবে সকলের সহযোগিতা ও উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে  ক্ষমতা হস্তান্তর  করেন আইনজীবী সমিতির পুরাতন ও নতুন সদস্যরা।

ওই সময় মিষ্টিমুখ সহ মালা বদল এবং অনেকে ফুল দিয়ে শুভেচছা অভিনন্দন জানিয়ে আগামীর দিনগুলোর জন্য শুভ কামনা করা হয়।এসময় উপস্থিত ছিলেন দু’পক্ষের জুনিয়র, সিনিয়র আইনজীবীরা।ক্ষমতা হস্তান্তর কালে নতুন কমিটির পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়।

 ০১. সভাপতি,০২ ট্রেজারার,০৩. সিনিয়র এ.জি.এস,০৪. এ.জি.এস,০৫. লাইব্রেরী সম্পাদক,০৬. সাংস্কৃতিক সম্পাদক,০৭.অফিস সম্পাদক,০৮. ক্রীড়া সম্পাদক ০৯. সমাজ কল্যাণ সম্পাদক এবং ৬ টি সদস্য পদ সহ মোট ১৫টি। নীল প্যানেলে যারা নির্বাচিত হয়েছেন,সিনিঃভাইস প্রেসিডেন্ট,ভাইস প্রেসিডেন্ট, সাধারণ সম্পাদক ও ৫টি সদস্য পদ সহ মোট ৮টি

আপনি আরও পড়তে পারেন