রাণীনগরে মাদ্রাসা সুপারের চাকুরি নাই কিন্তু বেতন আছে!

রাণীনগরে মাদ্রাসা সুপারের চাকুরি নাই কিন্তু বেতন আছে!

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগর উপজেলার আল-আমিন দাখিল মাদ্রাসার সুপার জামায়াত নেতা শরিফ উদ্দিন মাজহারীর চাকরি না থাকলেও তিনি বেতন পাচ্ছেন যথারীতি। এছাড়া মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে তাকে সুপারের পদে পুনর্বহালের জন্য পাঁয়তারা করা হচ্ছে বলেও জানা গেছে। এতে করে বর্তমানে মাদ্রাসার কমিটি ও শিক্ষক সমাজে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

সূত্রে জানা গেছে, বিগত ২০১৬ সালের ১৩ জুলাই তার নিজ বাড়ি থেকে সন্ত্রাস বিরোধী আইনে পুলিশ তাকে গ্রেফতার করেন। বেশ কিছু দিন হাজতে থাকার কারণে মাদ্রাসার ম্যানেজিং কমিটি ওই বছর  ২৩জুলাই তাকে সাময়িক বরখাস্ত করে।

পরে অধিকতর তদন্তে ওই সুপারের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, শিক্ষাগত যোগ্যতার সনদে অমিল, নাগরিকত্ব ও শিক্ষক স্টাফিং প্যাটার্নে গড়মিলসহ নানা অসংগতি পাওয়ায় ১৮/০২/২০১৮ তারিখে মাদ্রাসা কর্তৃপক্ষ চুড়ান্ত বরখাস্তের সিদ্ধান্ত গ্রহণ করে তা অনুমোদনের জন্য আপিল এ্যান্ড আরবিট্রেশনে পাঠানো হয়। তখন থেকেই তার সরকারি অংশের বেতন ভাতা বন্ধ থাকলেও হঠাৎ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে চাকুরিতে পুণঃর্বহাল না করে রহস্যজনক কারণে ৩মাসের বেতন দেয়ার অভিযোগ উঠেছে।

আপনি আরও পড়তে পারেন