সাভারের আশুলিয়ায় র‍্যাব-৪ অভিযান দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী দল আটক

সাভারের আশুলিয়ায় র‍্যাব-৪ অভিযান দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী দল আটক
উজ্জ্বল হোসাইনঃ নিজস্ব প্রতিবেদক
সাভার উপজেলাধীন আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ঘোষবাগ এলাকার নোয়াখালীর বাসিন্দা কুয়েত প্রবাসী ফারুক হোসেনের টিনসেড ভাড়াবাড়ি থেকে বিপুল পরিমান দেশিয় অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসী রনিসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব ৪।
২২ মে দিবাগত গভীর রাতে ইয়ারপুর ইউনিয়নের
ঘোষবাগ এলাকার প্রবাসী ফারুক হোসেনের বাড়ির ভাড়াটিয়ার ঘর থেকে এসব অস্ত্র ও সন্ত্রাসীদের আটক করা হয়।
জব্দ করা অস্ত্রের মধ্যে রয়েছে সড়কি, ঢাল, চাইনিজ কুড়াল , রামদাসহ দেশিয় অস্ত্র তৈরির অন্যান্য সরঞ্জাম
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, বছর খানিক আগে ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমানের মেয়ে জামাতার নিকট থেকে এই জমি/বাড়িটি ক্রয় করে কুয়েত প্রবাসী ফারুক হোসেন, তিনি দেশে না থাকায়  বাড়িটিতে ভাড়াটিয়া রাখা হয়। উক্ত সন্ত্রাসীদের আচরণের সন্দেহে র‍্যাব তাদের আটক করে।
র‍্যাব-৪ এ এস পি উনু মং বলেন,  বাড়িতে বিপুল সংখ্যক দেশিয় অস্ত্র মজুদ ছিল বলে খবর পেয়ে অভিযান চালিয়ে এসব দেশীয় অস্ত্র জব্দ করা ও বাড়িতে থাকা চিহ্নিত সন্ত্রাসী  মনসুর আলি রনি, সোনা মিয়া রাজু, আকাশ ও কালাম হোসেন’কে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাইয়ের বিভিন্নস্থাানে রাতের অন্ধকারে যানবাহনে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা, মোবাইল, স্বর্ণালঙ্কার ছিনতাই অপহরণসহ নানা অপকর্ম করে আসছিলো তারা।

আপনি আরও পড়তে পারেন