দ্রুত পণ্য ডেলিভারির প্রতিশ্রুতি ব্রান্ডবাজারবিডি ডটকম

দ্রুত পণ্য ডেলিভারির প্রতিশ্রুতি ব্রান্ডবাজারবিডি ডটকম

 

‘খুশিতে বাংলাদেশ’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে ই-কমার্স প্ল্যাটফর্ম ব্রান্ডবাজারবিডিডটকম। ঝামেলাবিহীন কেনাকাটার সুবিধা দিচ্ছে এই প্রতিষ্ঠানটি। ব্রান্ডবাজারবিডি ডেলিভারি, মানসম্মত পণ্য, আকর্ষণীয় ডিসকাউন্ট সহ নানা সুবিধা মিলছে এই প্ল্যাটফর্মটিতে

 

ব্রান্ডবাজারবিডি ডটকমের ম‍্যানেজিং ডিরেক্টর বলেন, ‘দেশের অনেক ই-কমার্সের ভিড়ে সঠিক সার্ভিস নিয়ে ঝামেলা পোহাতে হয় অনেক গ্রাহকের। তাই উন্নত সেবাই আমাদের লক্ষ‍্য, সেখানে সঠিক দামে, ব্র্যান্ডের সব অরিজিনাল পণ‍্য ও সঠিক সময়ে গ্রাহকের কাছে পৌঁছে দিয়ে সবার মুখে হাসি ফোটাতে কাজ করছে দ্রব‍্য ডটকম (https://brandbazaarbd.com)।’

ব্রান্ডবাজারবিডি ডটকমের ব্রান্ড এন্ড কমিউনিকেশন্স ম্যানেজার মো. আবু নোমান জানান- বাইক, স্মার্টফোন, ট‍্যাব, এসি, গ‍্যাজেট, হোম অ্যাপ্লায়েন্স, ফ‍্যাশন ও গ্রোসারিসহ গ্রাহকদের প্রয়োজনীয় সব ক‍্যাটাগরির পণ‍্য সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে ব্রান্ডবাজারবিডি ডটকমে। আর মূল্য পরিশোধের জন্য রয়েছে সব পেমেন্ট অপশন। আছে বিকাশ, ভিসা, মাস্টার কিংবা অ্যামেক্স কার্ড, নেক্সাস পে, ব্যাংক ডিপোজিটসহ নগদে মূল্য পরিশোধের সুবিধা।

 

আপনি আরও পড়তে পারেন