ঘাটাইলে লকডাউনে কঠোর প্রশাসন

ঘাটাইলে লকডাউনে কঠোর প্রশাসন
সৈয়দ  মিঠুন ঘাটাইল (টাঙ্গাইল)  প্রতিনিধি: চলমান লকডাউনে কঠোর অবস্থানে টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। বৃহস্পতিবার বৃষ্টির মধ্যেও সড়ক-মহাসড়কে দায়িত্ব পালন করেন তারা
করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান লকডাউনে সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে ঘাটাইলে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন ঘাটাইল  মহাসড়কে সকল গণপরিবহন বন্ধ রয়েছে। স্থানীয়ভাবে কিছু অটোভ্যান চলাচল করলেও তা তল্লাশি করা হচ্ছে। পৌর শহরসহ উপজেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কে টহল দিচ্ছে পুলিশ। দোকানপাট, শপিং মল বন্ধ রয়েছে। যারা প্রয়োজনে রাস্তায় বের হচ্ছেন, তাদের কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জেলা শহরের সঙ্গে উপজেলার যোগাযোগ ব্যবস্থা  বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার বৃষ্টির মধ্যেও পুলিশকে সড়ক ও মহাসড়কে দায়িত্ব পালন করতে দেখা গেছে। উপজেলা প্রশাসনও মাঠে রয়েছে।
ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে অভিযান পরিচালনা করা হচ্ছে। উপজেলা শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান খোলা রয়েছে। ঘাটাইল থানার ওসি মাকসুদুল আলম জানান আমরা সার্বক্ষণিক মাঠে রয়েছি সকাল থেকে বিভিন্ন সরকারের নির্দেশ মোতাবেক সকল ধরনের আমরা প্রস্তুতি গ্রহণ করেছি চেকপোস্ট বসানো হয়েছে। অযথা বাইরে বের হওয়া মানুষদের বুঝিয়ে বাড়িতে পাঠানো হচ্ছে, হইউএনও অঞ্জন কুমার সরকার বলেন ঘাটাইলের সেনাবাহিনী মোতায়েন করা আছে তারা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে আমরা লকডাউন বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে এবং সরকারের যে বিধি নিষেধ আছে যারা এটা না মানবে কঠোর ব্যবস্থা নেয়া হবে

আপনি আরও পড়তে পারেন