মোংলায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন।

মোংলায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন।
মোঃসুজন মোংলা  প্রতিনিধিঃ
লকডাউনে মোংলায় নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশের ব্যাপক তৎপরতায় প্রথম দিন বৃহস্পতিবার ভোর থেকেই মোংলায় কঠোরভাবে বিধি নিষেধ প্রতিপালনে মাঠে নেমেছে নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশ। সেই সাথে রয়েছে দুটি মোবাইল কোর্ট টিম। প্রশাসনের ব্যাপক তৎপরতায় পৌর শহরের সকল দোকানপাট বন্ধ রয়েছে। তবে নানা অজুহাতে রাস্তায় কিছু কিছু লোকজন ও হালকা যানবাহন চলাচল করতে দেখা গেছে।
এ ব্যাপারে মোবাইল কোর্ট পরিচালনাকারী ও সশস্ত্র বাহিনীর নেতৃত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী বলেন অপ্রয়োজনে কেউ ঘর থেকে বের হলে তাকে জেল-জরিমানা ও যানবাহনের চাবি জব্দ করে মামলা দেয়া হবে।
মোংলা প্রশাসন সরকারের বিধিনিষেধ ও কঠোর লকডাউন বাস্তবতবায়নে সবসময় মাঠে থাকবে বলে জানিয়েছেন তিনি।

আপনি আরও পড়তে পারেন