গাংনীতে ২য় দফায় করোনা টিকাদান কর্মসুচির উদ্বোধন।

গাংনীতে ২য় দফায় করোনা টিকাদান কর্মসুচির উদ্বোধন।

গাংনীতে ২য় দফায় করোনা টিকার উদ্বোধন করেছেন মেহেরপুরের গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী।

মঙ্গলবার ১৩ জুন সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে অডিটোরিয়াম হলে পৌর মেয়র আহম্মেদ আলী ২য় দফায় করোনা টিকা দান কার্যক্রমের উদ্বোধন করেন।

মেয়র আহম্মেদ আলী বলেন, জননেত্রী শেখ হাসিনা জনগনের কল্যানে রাজনীতি করেন। আজ এই করোনা মহামারির সময় বাংলার জনগনকে বাঁচাতে তিনি দ্রুত টিকার ব্যবস্থা করেছেন। জননেত্রী শেখ হাসিনা লকডাউনের সময় স্বল্প আয়ের মানুষের জন্য খাদ্য সহায়তার ব্যবস্থা করেছেন। মেয়র আহম্মেদ আলী জনগনের উদ্দেশ্যে আরও বলেন, করোনাকে আপনারা ভয় না করে সচেতনতার সাথে মোকাবেলা করুন। সরকারি বিধি মেনে চলুন।

পৌর এলাকার জনগন করোনা প্রতিরোধে মেয়র আহম্মেদ আলীর কর্মকান্ডকে স্বাগত জানিয়ে বলেন করোনা বিস্তার রোধে শুরু থেকে গাংনীর মেয়র আহম্মেদ আলী যেভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছেন এবং খাদ্য সহায়তা দিয়েছেন তাতে জনগনের উপকার হয়েছে।

টিকাদান কর্মসুচিতে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নার্স সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা কর্মচারিসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিৎ ছিলেন।

আপনি আরও পড়তে পারেন