গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবাধ বিচরণ বন্ধে বেরিকেট

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবাধ বিচরণ বন্ধে বেরিকেট

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারণ রােগী ও করােনা রােগীর চিকিৎসার জন্য আলাদা বিল্ডিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তারপর দু’বিল্ডিংয়ের রােগী ও সাধারণ মানুষের অবাধ বিচরণ চলছিল। যার ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রােগ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা ছিল। তাই স্ব-স্ব বিল্ডিংয়ের রােগীরা যাতে অন্য বিল্ডিংয়ে না যায়। এবং সাধারণ মানুষ যাতে স্বাস্থ্য কমপ্লেক্সে অবাধ বিচরণ করতে না পারে। সে লক্ষে গাংনী পৌরসভার মেয়র জননেতা আহম্মেদ আলীর উদ্যােগে করােনা রােগী ও সাধারণ রােগীর আলাদা সীমানার লক্ষে তার কাঁটা দিয়ে বেরিকেট দেয়া হয়।

মঙ্গলবার সকালে স্ব-শরীরে উপস্থিত থেকে গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী তার কাঁটা দিয়ে বেরিকেট দেন।
এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাশেদুল হাসানসহ অন্যান্য ডাক্তারবৃন্দ।

আপনি আরও পড়তে পারেন