মাধবপরে এনএটিপি প্রকল্পে ১টি পিকআপ গাড়ী বিতরণ

মাধবপরে এনএটিপি প্রকল্পে ১টি পিকআপ গাড়ী বিতরণ
আনিসুর রহমান স্টাফ রিপোর্টার:
 হবিগঞ্জে মাধবপুর উপজেলা পরিষদে
 মৎস অধিদপ্তরের আয়োজনে এনএটিপি-২ প্রকল্পের আওতায়
মাধবপুর উপজেলার  তত্বাবধানে আদাঐর মৎসজীবি সি.আই.জি সদস্য সমবায় সমিতির সুফলভোগীদের ১৩ জুলাই মঙ্গলবার দুপুরে  ১টি পিকআপ গাড়ী বিতরণ করা হয়েছে। উপজেলার নির্বাহী কর্মকতা শেখ মঈনুল ইসলাম মঈন উদ্যোক্তা রাবেয়া খাতুন হাতে
 পিকআপ গাড়ীর চাবি তুলে দেন।
উপজেলা মৎস্য অফিসার আবু আসাদ ফরিদুল হক সভাপত্বি অনুষ্ঠানে  আরো উপস্থিত ছিলেন
মাধবপুর প্রেস ক্লাবের সভাপতি, আদাঐর মৎস্য জীবি সি,আ,জির সভাপতি, সেক্রেটারী এবং সমিতির সদস্যরা
উপজেলার মৎস্য কর্মকর্তা মোঃ আবু আসাদ ফরিদুল হক জানান,
নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ স্লোগান বাস্তবায়ন করা জন্য  মৎস্য খাদ্য উৎপাদন বাজার জাত করা জন্য।
এনএটিপি-২ প্রকল্পের আওতায়   ৭ লাখ  ৭২ হাজার টাকা মূল্যের পিকআপ গাড়ী দেয়া হয়েছে।

আপনি আরও পড়তে পারেন