বগুড়ায় এক দিনে মৃত্যু ১৭, সুস্থ ২২৯

বগুড়ায় এক দিনে মৃত্যু ১৭, সুস্থ ২২৯

বগুড়ায় ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৯ ও উপসর্গে ৮ জন মারা গেছেন। একই সময়ে শনাক্ত হয়েছেন আরও ১৩৯ জন।

এক দিনে সুস্থ হয়েছেন ২২৯ জন। শুক্রবার (৩০ জুলাই) দুপুরে বগুড়া সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফারজানুল হক নির্ঝর এ তথ্য জানান।

করোনায় মৃতরা হলেন নন্দীগ্রামের শামসুল হক (৬০), সদরের তাহমিনা খাতুন (৪৭), সারিয়াকান্দির রুবি বেগম (৫০), সদরের আব্দুল মতিন (৬০), কাহালুর হাজেরা বেগম (৪৫), সদরের মইনুল ইসলাম (৭০), সোনাতলার মোজাহার আলী (৫৫), কাহালুর লাইলী বেগম ও সোনাতলার রফিকুল ইসলাম (৬৫)। এছাড়াও জেলায় উপসর্গে ৮ জন মারা গেছেন।

ডা. নির্ঝর জানান, জেলায় ৪৯৭ নমুনায় নতুন করে আরও ১৩৯ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) এর পিসিআর ল্যাবে ২৮২ নমুনায় ৬৫ জন, জিন এক্সপার্ট মেশিনে ১২ নমুনায় ৭ জন, অ্যান্টিজেন পরীক্ষায় ১৫৪ নমুনায় ৪৯ জন এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৯ নমুনায় ১৮ জন শনাক্ত হয়েছেন।

তিনি আরও বলেন, আক্রান্তের হার ২৭ দশমিক ৯৬ শতাংশ। এদের মধ্যে সদরের ৭৫, শাজাহানপুরে ১৫, গাবতলীতে ১৪, দুপচাঁচিয়ায় ৮, শেরপুরে ৭, কাহালুতে ৬, সারিয়াকান্দিতে ৪, শিবগঞ্জে ৪, নন্দীগ্রামে ৩ এবং ধুনটে ৩ জন রয়েছেন।

ডা. নির্ঝর জানান, ২৪ ঘণ্টায় জেলায় সুস্থ হয়েছেন আরও ২২৯ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৭৫৬ জন ও সুস্থ হয়েছেন ১৬ হাজার ৪৭৮ জন। এদিকে জেলায় ৫৬৩ জন করোনায় মারা গেছেন।

আপনি আরও পড়তে পারেন