দোহার নবাবগঞ্জে নির্বাচনী হাওয়া শুরু

দোহার নবাবগঞ্জে নির্বাচনী হাওয়া শুরু
সাইফুল ইসলাম,
ঢাকা দোহার ও নবাবগঞ্জ উপজেলার স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী ও ভোটারদের মধ্যে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।
ইতোমধ্যে উপজেলা দুটিতে উপজেলা নির্বাচন অফিসারগন বিভিন্ন ইউনিয়নের নির্বাচনের ভোট কেন্দ্রগুলি তালিকা প্রনায়োন, ঝুকিপূর্ণ কেন্দ্র সহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন নবাবগঞ্জ উপজেলার নির্বাচনী কর্মকর্তা সাইদুর রহমান ও দোহার উপজেলা নির্বাহী অফিসার রেজাউল ইসলাম।
এছাড়াও দোহার পৌরসভার সীমানা নির্ধারনের জটিলতা মামলার কারনে দীর্ঘদিন নির্বাচন থেকে ছিটকে পড়ে এই পৌরসভাটি। গত সপ্তাহে সকল জল্পনা কল্পনা নিরসন হয় গেজেট প্রকাশ হাওয়ার পর পৌরসভাতেও বইছে নির্বাচনী হাওয়া।
দুই উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থী এবং দোহার পৌরসভার মেয়র ও কমিশনার প্রার্থীদের পদচারণা দেখা গেছে। ভোটারদের মাঝেও দেখা যাচ্ছে নির্বাচনী আমেজ।
দুই উপজেলায় প্রার্থীদের নির্বাচনী উঠান বৈঠক হতেও দেখা গিয়েছে এবং সেখানে ভোটারদের মাঝে নির্বাচনের আনন্দ উপলব্ধি করার মতো ছিলো।
দুই উপজেলার নির্বাচন অফিসারগন জানান, নির্বাচন মন্ত্রণালয়ের নির্দেশেই আমরা ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেছি। কিছুদিনের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা হবে। তাই আমাদের কাজের একটি অংশ হিসেবে এই পরিদর্শন। বাকী কাজ নির্দেশনা পেলেই আমরা করব।

আপনি আরও পড়তে পারেন