নগরীর শিক্ষা প্রতিষ্ঠান গুলো শিক্ষার্থীদের বরণে প্রস্তুত

নগরীর শিক্ষা প্রতিষ্ঠান গুলো শিক্ষার্থীদের বরণে প্রস্তুত
মোঃমাসুদ আলম রাজশাহী জেলা প্রতিনিধি

একবছর পাঁচ মাস  পঁচিশ দিন বন্ধের পর আগামীকাল (১২ সেপ্টেম্বর )  রবিবার  থেকে দেশের সকল শিক্ষা প্রাথমিক,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারী নিয়মনীতি মেনে  পাঠদান শুরু করতে যাচ্ছে ।শিক্ষার্থীদের বরণ করতে ইতোমধ্যেই শিক্ষা প্রতিষ্ঠান গুলো পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা যায় অনেক বিদ্যালয়ের প্রধান ফটক থেকে খানিকটা দুরে বসানো হয়েছে হাত ধোয়ার বেসিন।রাখা হবে স্যানিটাইজার।স্বাস্থ্য সচেতনতা বাড়াতে কোনো কোনো বিদ্যালয়ে টাঙানো হয়ছে ব্যানার।প্রধান  ফটকে থাকবে শারীরিক তাপমাত্রা মাপার যন্ত্র। শ্রেণি কক্ষের বেঞ্চ টেবিল,চেয়ার পরিস্কার করার পাশাপাশি জীবাণুনাশক স্প্রে করা হয়। ষষ্ঠ শ্রেণিতে পড়া এক শিক্ষার্থী স্কুল খোলার খবরে খুবই আনন্দিত।সে বলে,’ক্লাস সিক্সে দুই মাস ক্লাস করতে পারিনি।   এর মধ্যে ক্লাস সেভেনও প্রায় শেষ।অর্থাৎ, হাই স্কুল জীবনের স্বাদ কেমন সেটি আমি বুঝতে পারিনি। এখন খুবই আনন্দ লাগছে যে অবশেষে শিক্ষা প্রতিষ্ঠান খুলছে ‘।  প্রথম দফায় চলতি বছরের এসএসসি -এইচএসসি পরীক্ষার্থী ও পঞ্চম শ্রেণিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের সপ্তাহে ছয় দিন  ক্লাস হবে।অন্যদের হবে সপ্তাহে দুই দিন। রাজশাহীর পদ্মা স্কুল  এ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব,মো:তানভীর ইসলামের সাথে কথা বললে তিনি বলেন,সরকারের দেওয়া নির্দেশনা মেনেই আমরা প্রতিষ্ঠান খোলার ব্যবস্হা নিয়েছি।শিক্ষার্থীদের বরণ করব আনন্দঘন পরিবেশ। এছাড়াও গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব,রোকনজ্জামান  সরকারের সাথে কথা বললে তিনি বলেন, ইতোমধ্যে প্রতিষ্ঠান খোলার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের প্রবেশ পথে হ্যান্ডসেনিটাইজার দিয়ে হাত ধৌত করে শ্রেণি কক্ষে প্রবেশ করবে।পাঠদান  কালে শিক্ষার্থী ও শিক্ষক সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। সামাজিক দুরত্ব বজায় রেখে শ্রেণি কক্ষে বসতে হবে।

 

 

আপনি আরও পড়তে পারেন