পাবনায় কোটি টাকা আত্মসাতের অভিযোগে স্কুল শিক্ষিকা গ্রেফতার

পাবনায় কোটি টাকা আত্মসাতের অভিযোগে স্কুল শিক্ষিকা গ্রেফতার

হালাল উপার্জনের প্রলোভনে ফেলে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে পাবনায় এক স্কুল শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতেই বিনিয়োগকারীরা তার বিরুদ্ধে মামলা করেন। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে পাঠান।

প্রতারণার শিকার ভুক্তভোগীরা মঙ্গলবার দিনভর ওই শিক্ষিকাকে বাড়িতে অবরুদ্ধ করে বিক্ষোভ করছিল। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে। এই অভিযোগে ইতোমধ্যেই পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ ওই শিক্ষিকাকে বরখাস্ত করেছে।

অধিক লাভের আশায় বিনিয়োগকারী ভুক্তভোগীরা জানান, পাবনা পৌর এলাকার আটুয়া হাউজপাড়া মহল্লার মৃত হানিফুল ইসলামের স্ত্রী ও পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখার শিক্ষিকা মোছা: সীমা আক্তার (৪০)। তিনি মানুষকে ইসলামী শরিয়া মোতাবেক গরুর খামার ও আরো নানা ধরনের হালাল উপর্জনের কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

সাধারণ মানুষ তার কথায় সরল বিশ্বাসে লাভের আশায় তার ব্যবসা প্রতিষ্ঠানে অর্থ-বিনিয়োগ করে। টাকার অঙ্ক বেড়ে গেলে তিনি সমস্ত টাকা আত্মসাৎ করে গা ঢাকা দেন। তখন বিনিয়োগকারীরা টাকার জন্য দিশেহারা হয়ে পড়েন। ওই শিক্ষিকার বাড়িতে শুরু হয় টাকা আদায়ে বিনিয়োগকারীদের ধরণা। অবশেষে বিক্ষোভ, অবরোধ।

পুলিশ তাকে গ্রেফতার করায় অভিযোগের বিষয়ে সীমা আক্তারের সাথে কথা বলা সম্ভব হয়নি। তবে পুলিশ কর্মকর্তারা তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বলেন, এ ধরনের অভিযোগে তাকে আটক করা হয়েছে।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ও স্নিগ্ধ আখতার বলেন, এই ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগের কারণে তাকে স্কুল থেকে বরখাস্ত করা হয়েছে। তার প্রতারণার বিষয়ে আমাদের কাছে লিখিত অভিযোগ নিয়ে এসেছিলেন ভুক্তভোগীরা। আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। অনেকেই তার বিরুদ্ধে তথ্য প্রমাণ নিয়ে এসেছেন। এর সত্যতার ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা হয়েছে।

জেলা পুলিশ কর্মকর্তারা আরো বলেন, ‘ভুক্তভোগীরা মঙ্গলবার তার বাড়িতে তাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অববরুদ্ধ করে রেখেছিল। সেখান থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। বিষয়টি তদন্ত করে দেখার পর এর সত্যতা মেলে ও মামলা হয়।’

পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমিনুল ইসলাম বলেন, সাত লাখ টাকা বিনিয়োগকারী মাবেলা পারভীন শিল্পী মামলা করেছেন সীমা আক্তারের বিরুদ্ধে। বুধবার দুপুরে পুলিশ থাকে আদালতে পাঠালে আদালত তাকে জেল হাজতে পাঠান।

মামলার বাদী শিল্পীর বর্ণনা মতে, বিপুলসংখ্যক লোক কোটি কোটি টাকা সীমা আক্তারের কাছে অধিক লাভের আশায় বিনিয়োগ করেছেন। এখন আমরা সকলেই সর্বশান্ত হয়ে পড়েছি।

 

আপনি আরও পড়তে পারেন