প্যান্ডোরা পেপার্সে ৩৩৬ রাজনীতিক, প্যান্ডোরা পেপার্সে ৩৩৬ রাজনীতিক, কে কোন দেশের?

বিশ্বের সাবেক ও বর্তমান ৩৫ রাষ্ট্রপ্রধান এবং ৯০টিরও বেশি দেশ ও অঞ্চলের ৩ শতাধিক রাজনীতিক, সামরিক কর্মকর্তা, প্রায় একশ’ ধনকুবেরের গোপন সম্পদ ও লেনদেনের তথ্য ফাঁস করে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছে প্যান্ডোরা পেপার্স। ইতিহাসের অন্যতম বৃহৎ আর্থিক দলিলপত্র ফাঁসের এই ঘটনা রাষ্ট্রপ্রধান ও রাজনীতিকদের অফশোর কোম্পানি ব্যবহার করে গোপনে বিদেশে অবৈধ সম্পদের পাহাড় গড়ার খোঁজ হাজির করেছে ১৮ মাসের অনুসন্ধানে।

বিশ্বের ১১৭টি দেশের ৬০০ জনের বেশি সাংবাদিক ওয়াশিংটনভিত্তিক অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টসের (আইসিআইজে) পক্ষে বিশ্বের ১৪টি কোম্পানির ১ কোটি ২০ লাখ গোপনীয় আর্থিক দলিলপত্র বিশ্লেষণ করে রোববার (৩ অক্টোবর) বিস্তারিত প্রকাশ করেছে।

আইসিআইজের এই নথিতে আছে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বিন আল-হুসাইন, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও তার স্ত্রী শেরি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মন্ত্রিসভার কয়েকজন সদস্য, চেক রিপাবলিকের প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিস ও আরও অনেক নাম।

প্যান্ডোরা পেপার্সে ৩৩৬ রাজনীতিক, কে কোন দেশের?

প্যান্ডোরা পেপার্স দেখিয়েছে কীভাবে বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও ভূখণ্ডের ৩০০ রাজনীতিক অফশোর কোম্পানির মাধ্যমে গোপনে দেশের বাইরে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন।

প্যান্ডোরায় যাদের নাম

♦ রাষ্ট্রপ্রধান
• জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বিন আল-হুসাইন
• ডোমিনিকান রিপাবলিকের প্রেসিডেন্ট লুইস আবিনাদের
• আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ
• মন্টিনিগ্রোর প্রেসিডেন্ট মিলো শুকানোভিস
• কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তা
• ইকুয়েডরের প্রেসিডেন্ট গিলার্মো লাসো
• কঙ্গো প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ডেনিস সাসো এনগুয়েসো
• গ্যাবনের প্রেসিডেন্ট আলী বনগো অনডিম্বা
• চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা
• কাতারের আমির তামিম বিন হামাদ আল-থানি
• ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনোস্কি

♦ সাবেক রাষ্ট্রপ্রধান
• প্যারাগুয়ের সাবেক প্রেসিডেন্ট হোরাসিও কার্টেস
• কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট সিজার গাভিরিয়া
• পেরুর সাবেক প্রেসিডেন্ট পেদ্রো পাবলো কুকজিনস্কি
• হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট পোরফিরিও লোবো সোসা
• পানামার সাবেক প্রেসিডেন্ট রিকার্ডো মার্টিনেলি
• কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট আন্দ্রেস পাস্ত্রানা
• পানামার সাবেক প্রেসিডেন্ট আর্নেস্তো পেরেজ বাল্লাডারেস
• পানামার সাবেক প্রেসিডেন্ট জুয়ান কার্লোস ভেরেলা

আপনি আরও পড়তে পারেন