শরীরে রক্ত নিলে কি অজু ভেঙে যায়?

শরীরে রক্ত নিলে কি অজু ভেঙে যায়?

শরীরে রক্ত প্রবেশ করালে অজু ভাঙবে কিনা— এ নিয়ে অনেকের প্রশ্ন আছে। মূলত রক্ত মানুষের মূল্যবান জীবন ও দেহ সুরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য তরল উপাদান। যেকোনো দুর্ঘটনায় শরীর থেকে রক্ত ঝরে গেলে দেহের অভ্যন্তরে অন্ত্র বা অন্য কোনো অঙ্গ থেকে রক্তক্ষরণ হলে অস্ত্রোপচারের জন্য রক্তের খুব প্রয়োজন।

এখন প্রশ্ন হলো- শরীরে রক্ত নিলে কি অজু ভেঙে যায়? অজু ভাঙার জন্য রক্ত বের হওয়া ও রক্ত প্রবেশ করানো— উভয়টি সমান। সুতরাং যেমনিভাবে রক্ত বের হওয়া— অজু ভঙের কারণ; তেমনিভাবে দেহে রক্ত প্রবেশ করানোর মাধ্যমেও অজু ভেঙে যায়। (আহসানুল ফাতাওয়া : ২/৩৮)

ইঞ্জেকশনের মাধ্যমে রক্ত বের করলে কি অজু ভেঙে যায়?

প্রাসঙ্গিক একটি জেনে রাখার বিষয় হলো- ইঞ্জেকশনের মাধ্যমে রক্ত বের করলেও অজু ভেঙে যায়। গড়িয়ে পড়তে পারে— এতটুকু পরিমাণ রক্ত বের হলে বা বের করলে অজু থাকে না। অতএব, কখনো যদি অজু থাকা অবস্থায় ইনজেকশনের মাধ্যমে রক্ত বের করার পর নতুন করে অজু না করে নামাজ পড়লে— নামাজগুলোর কাজা আদায় করে নিতে হবে। (মুসান্নাফ আবদুর রাজ্জাক : ১/১৪৩; আলমাবসুত, সারাখসি : ১/৭৬; বাদায়িউস সানায়ি : ১/১২২; ফাতাওয়া হিন্দিয়া : ১/১১; আদ্দুররুল মুখতার : ১/১৩৫)

 

 

আপনি আরও পড়তে পারেন