দোহারে মাদক সেবনের অপরাধে ৪ যুবকের সাজা

দোহারে মাদক সেবনের অপরাধে ৪ যুবকের সাজা
দোহার প্রতিনিধি,
ঢাকার  দোহার উপজেলার মেঘুলা (বাশপট্টি)  এলাকায় মাদক সেবনের অপরাধে ৩ জন মাদকসেবী সহ আরও  ১ জন কে আটক করা হয়।
জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেঘুলা এলাকায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফজলে রাব্বির বিশেষ অভিযানে এদের কে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো মুকসুদপুর এলাকার আব্দুর রবের ছেলে মো মতিউর রহমান (৫৫),
মালিকান্দা গ্রামের শেখ নাজিরের ছেলে বাবুল (৩২), মৃত কাশেমের পুএ মোতালেব (৪৫),আতিয়ার রহমানের ছেলে মোঃ শিপন মোল্লা (২৭)।
এদের মধ্যে মতিউর রহমান মাদক সেবন করে মাতাল অবস্থায় নিজের পরিবারের সদস্যদের মারধরের তথ্য পাওয়া গিয়েছে।
পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফজলে রাব্বি মতিউর রহমান কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(৫) ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড সহ অপর তিন জন কে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১)৮ ধারায় হেরোইন সেবন এবং সাথে থাকার অপরাধে উভয় কে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন,  মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না। দোহারে  মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে সেই সাথে আমাদের নিয়মিত অভিযান চলমান থাকবে।

আপনি আরও পড়তে পারেন