ঠাকুরগাঁওয়ে উদ্ধার হওয়া নীলগাইটি মারা গেছে

ঠাকুরগাঁওয়ে উদ্ধার হওয়া নীলগাইটি মারা গেছে

জসিম উদ্দিন ইতি  ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা মিনাপুর গ্রামে বিলুপ্তপ্রায় প্রজাতির একটি মাটিয়া ধূসর রঙ্গের পুরুষ নীলগাই আটক করেছে হরিপুর থানা পুলিশ ও স্থানীয়রা।

শুক্রবার বিকাল ৪টায় উপজেলার মিনাপুর এলাকায় পথচারীরা বিলুপ্ত প্রজাতির নীলগাই দেখতে পায়। হরিপুর থানা পুলিশের
এস আই আবু ইসা, এস আই রাকিবুল ইসলাম,এস আই তারেকুল তৌফিক, লুৎফর রহমান, লুৎফে আলী,  হাফিজুল ইসলাম, কামাল হোসেনসহ
আশপাশের লোকজনকে নিয়ে নীলগাইটিকে আটক করতে সক্ষম হয়।
খবর পেয়ে স্থানীয় কারিগাঁও বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে উপস্থিত হয়। নীলগাই আটককারীরা ও পুলিশ নীলগাইটিকে বিজিবির নিকট হস্তান্তর করে।

মিনাপুর এলাকার প্রত্যক্ষদর্শী আরিফ হোসেন বলেন, দ্রুতগতিতে আসা নীলগাইটি থানা পুলিশ ও অর্ধশতাধিক লোকজন মিলিত হয়ে উদ্ধার করে পা বেঁধে নিরাপদে রাখে। পরে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
পরে সন্ধ্যায় কারিগাঁও ক‍্যাম্পে চিকিৎসা দেয়া অবস্থায় নীলগাইটি মারা যায়।

হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম নীলগাই উদ্ধারের সত‍্যতা স্বীকার করে বলেন, উদ্ধারকৃত নীলগইটি কারিগাঁও বিজিবি’র নিকট  হস্তান্তর করা হয়েছে।
হরিপুর সদর ইউনিয়নের এ আই টেকনেশিয়ান(স্বেচ্ছাসেবী) জলিলুর রহমান জানান, পর্যাপ্ত পরিমাণ জখম হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে নীলগাইটি মারা যায়।

কারিগাও বিজিবি ক‍্যাম্পের নায়েক সুবেদার কফিল উদ্দিনের মোবাইলে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেননি।

 

 

আপনি আরও পড়তে পারেন