মাদক-সন্ত্রাসসহ অপরাধ দমনে রূপগঞ্জ থানা পুলিশের ”ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত

মাদক-সন্ত্রাসসহ অপরাধ দমনে রূপগঞ্জ থানা পুলিশের ”ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ

মাদক-সন্ত্রাসসহ অপরাধ দমনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা পুলিশের উদ্যেগে ”ওপেন হাউস ডে” অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (০৮ ডিসেম্বর) বিকেলে থানা অডিটোরিয়ামে এ ”ওপেন হাউস ডে” অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ আমির খসরু। বিশেষ অতিথি ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন। এতে বক্তব্যে রাখেন, রূপগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক হাজ¦ী খলিল সিকদার, ইউপি সদস্য নাসির উদ্দিন মিয়া, সাংবাদিক মাহাবুব আলম প্রিয়, শহিদুল্লাহ গাজী, ছাত্রলীগ নেতা আশিকুল ইসলাম খোকনসহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইদানিং মাদকের ছড়াছড়ি অনেক বেশি। অপরাধীরা মাদক সেবন করে এলাকায় বিশৃংখলার সৃষ্টি করছে। এছাড়া কিশোরগ্যাংয়ের সদস্যও বেড়ে গেছে। এসব কিশোরগ্যাংয়ের সদস্যরা চুরি, ছিনতাই, জুয়া, মাদক সেবক, সন্ত্রাসী কর্মকান্ডসহ অপরাধে জড়িয়ে পড়ছে। অপরাধীদের বিরুদ্ধে ভয়ে এলাকাবাসী প্রতিবাদ করতে পারছেনা। অপরাধ দমনে আইনশৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। এসময় উপস্থিত অতিথিবৃন্দ অপরাধ দমনে আরো জোরালো ভাবে কাজ করবেন বলে অঙ্গীকার করেন এবং এতে এলাকাবাসীও সহযোগিতা করবেন।

 

আপনি আরও পড়তে পারেন