নির্বাচনে আচরনবিধি ভঙ্গণ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে -জেলা প্রশাসক

নির্বাচনে আচরনবিধি ভঙ্গণ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে -জেলা প্রশাসক
মাহফুজ রাজা,কিশোরগঞ্জ জেলা  প্রতিনিধিঃ
নির্বাচনে আচরনবিধি  ভঙ্গণ করলে কঠোর  ব্যবস্তা নেওয়া হবে বলে জানান – কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। আজ
কিশোরগঞ্জের হোসেনপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচন আচরণবিধি ও আইনশৃঙ্খলা
বিষয়ক এক মতবিনিময় সভা  হোসেনপুর আসাদুজ্জামান অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজের  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত বিজ্ঞ ম্যাজিস্টেট ফারজানা কানম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোনাহর আলী,
কিশোরগঞ্জ আঞ্চলিক নির্বাচন অফিসার  মোহাম্মদ আশ্রারাফুল আলম, হোসেনপুর নির্বাচন অফিসার উত্তম কুমার দাস,
রিটার্নিং অফিসার এমরুল কায়েস, এহচানুল হক,
অন্যদের মধ্যে হোসেনপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক শামীম আলম বলেন, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। ইতোমধ্যে হোসেনপুরে ইউপি নির্বাচনকে ঘিরে কয়েকটি ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনার খবর পাওয়া গেছে। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে ম্যাজিস্ট্রেটের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সংস্থা ও পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন থাকবে। অনুষ্ঠানে উপজেলার ৬টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার  প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অংশগ্রহণ করেন।

আপনি আরও পড়তে পারেন