সমাজ উন্নয়নে জেলার শ্রেষ্ঠ জয়িতা শরণখোলার সাংবাদিক সাবেরা ঝর্ণা

সমাজ উন্নয়নে জেলার শ্রেষ্ঠ জয়িতা শরণখোলার সাংবাদিক সাবেরা ঝর্ণা
মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধি:
বাগেরহাট জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতার পুরুস্কার পেলেন সাংবাদিক সাবেরা ঝর্ণা। বুধবার সকালে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২১ উৎযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে “সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছে যে নারী” ক্যাটাগরির এ পুরুস্কারে ভ‚ষিত করা হয়। এর আগে উপজেলা পরিষদ চত্তরে মানববন্ধন, হলরুমে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সহকারি পুলিশ সুপার উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমান তালুকদার, শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাবেক সভাপতি বাবুল দাস ও জেলার শ্রেষ্ঠ জয়িতা সাংবাদিক সাবেরা ঝর্ণা।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে মহিলা বিষয়ক অধিদপ্তর, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে সমগ্র দেশ ব্যাপি পরিচালিত “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় সফল জননী নারী হিসেবে গোলেনুর বেগম, সমাজ উন্নয়নে রেকসোনা বেগম ও নির্যাতনের বিভীষিকা মুছেফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ক্যাটাগরিতে মাজেদা বেগম শ্রেষ্ঠ জয়িতার পুরুস্কার লাভ করেন।
জয়িতা সাবেরা ঝর্ণা বাংলাদেশ পোষ্ট, দৈনিক মানবকন্ঠ ও এফএনএস এর শরণখোলা প্রতিনিধি। শরণখোলা প্রেসক্লাবের দপ্তর ও প্রচার সম্পাদক, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র ও আর্টিকেল ৯০এর সদস্য। এছাড়া রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) ফেজ-২ সরকারি প্রকল্পের আওতায় ঝরে পড়া শির্ক্ষার্থীদের দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার জন্য ইতিপূর্বে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে পুরুস্কৃত হয়েছেন। ২০১৬ সালে তার আনন্দ স্কুল উপজেলার সেরা স্কুল নির্বাচিত হয়। ২০১৮ সালে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী কতৃক সাবেরা ঝর্ণা পুরুস্কৃত হন। এছাড়া সমন্বিত খামার ব্যাবস্থাপনা ( আইএফএমসি) প্রকল্পের মাধ্যমে কৃষি, মৎস্য, প্রানী সম্পদসহ বিভিন্ন বিষয়ের উপর নারী ও পুরুষদের প্রশিক্ষনের মাধ্যমে অর্থনৈতিক ভাবে সাবলম্বী এবং আত্মনির্ভরশীল করে তুলেছেন। তিনি নারী নির্যাতন, যৌতুক, বাল্য বিবাহ এবং করোনা প্রতিরোধে সচেতনতা বিষয়ক পরামর্শ দিয়ে যাচ্ছেন ।

আপনি আরও পড়তে পারেন