সান্তাহারে ঔষধের দোকান থেকে বিপুল পরিমান নেশার সামগ্রী উদ্ধার; আটক-৩

সান্তাহারে ঔষধের দোকান থেকে বিপুল পরিমান নেশার সামগ্রী উদ্ধার; আটক-৩

নওগাঁ প্রতিনিধি: বগুড়া ও সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল রোববার সন্ধ্যায় আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের রেলগেট এলাকার তাছিন ফার্মেসী নামের একটি ঔষধের দোকানে অভিযান চালিয়েছে। এ সময় ওই দোকান থেকে বিপূল পরিমাণ নেশা জাতীয় সামগ্রী জব্দ এবং দোকান মালিকসহ তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলেন, দোকান মালিক আমিনুল হক ওরফে বুলু (৬০), মেহেদী হাসান (১৮) ও মোমিন মাহামুদ (৩২) ।

গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বগুড়া মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক (ডি,ডি) মেহেদী হাসানের নেতৃত্বে ওই দপ্তরের একটি দল তাছিন ফার্মেসীতে অভিযান পরিচালনা করে। এ সময় দোকানের বিভিন্ন স্থানে লুকানো অবস্থায় বিপুল পরিমান ভারতীয় নেশা জাতীয় ইনজেকশন কুমিজেসিক ও ট্যাপেন্টাডল বড়ি উদ্ধার করে। বগুড়া মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক (ডি,ডি) মেহেদী হাসান বলেন, দীর্ঘদিন থেকে ওই ঔষধের দোকানে মাদক ব্যবসা চলে আসছে। এর আগেও কয়েকবার ওই দোকানে অভিযান চালায় সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অদিদপ্তর। কিন্তু এরপরও ওই দোকান মালিক মাদক কারবার চালিয়ে আসছিলেন। তিনি আরো বলেন, জব্দ করা মালামালের তালিকা তৈরীর পর আটককৃতদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন