নিঃসন্তান দম্পতির ছাগলের খতনায় এলাকাবাসীর ভূরিভোজ

নিঃসন্তান দম্পতির ছাগলের খতনায় এলাকাবাসীর ভূরিভোজ

কুষ্টিয়া কুমারখালী উপজেলার কাশেমপুর গ্রামের নিঃসন্তান দম্পতি ওহাব মিয়া ও লাইলী বেগম তাদের দুটি ছাগলের খতনা করে এলাকাবাসীকে দাওয়াত করে খাওয়ালেন। অনুষ্ঠানে গ্রামের প্রায় ৩০০ মানুষকে ভূরিভোজ করানো হয়।

Sony Smart TV - 2022 offer
Sony Smart TV – 2022 offer

শুক্রবার (২৪ ডিসেম্বর) এই ভিন্নধর্মী অনুষ্ঠান এলাকায় ব্যাপক আলোচন তৈরি করেছে।

 

এলাকাবাসী জানায়, ওহাব মিয়া ও লাইলী বেগম ২৫ বছর পূর্বে সংসার বাঁধেন কিন্তু ২৫ বছরের বিবাহিত জীবনে তাদের ঘরে কোনো সন্তান জন্ম গ্রহণ করেনি।

এ বিষয়ে ওহাব মিয়া জানান, ২৫ বছর বিবাহিত জীবনে তাদের ঘরে কোনো সন্তান জন্ম না নেওয়ায় মানসিকভাবে তারা বিপর্যস্ত ছিলেন। এ সময় তাদের একটি ছাগল দুটি বাচ্চা জন্ম দেয়। স্ত্রী লাইলির ইচ্ছে পূরনের জন্য তিনি ছাগলের বাচ্চা দুটি খতনা করে এলাকাবাসীকে দাওয়াত করে খাওয়ান।

তিনি আরও জানান, সংসারে কোনো সন্তান না হওয়ায় আত্মতুষ্টির জন্য তারা এমন আয়োজন করেছেন।

আপনি আরও পড়তে পারেন