বুস্টার ডোজ ছাড়া বিদেশ যেতে পারবেন না আমিরাতের নাগরিকরা

বুস্টার ডোজ ছাড়া বিদেশ যেতে পারবেন না আমিরাতের নাগরিকরা

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) নাগরিকদের মধ্যে যারা এখনও করোনা ভাইরাসের বুস্টার ডোজ নেননি তাদের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করেছে দেশটি।

১০ জানুয়ারি থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। আমিরাতের ন্যাশনাল এমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথোরিটির (এনসিইএমএ) সঙ্গে সমন্বয় করে পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে।

তবে চিকিৎসা ও মানবিক কাজে জড়িতদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

এদিকে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত রোগীর প্রায় ৮৫ শতাংশ হাসপাতালে ভর্তি ঠেকাতে সক্ষম জনসন এন্ড জনসনের বুস্টার ডোজ। সম্প্রতি এ তথ্য দিয়েছেন দক্ষিণ আফ্রিকার একদল গবেষক।

আমিরাতে এখন পর্যন্ত ২২.৬ মিলিয়নেরও বেশি ডোজ কোভিড-১৯ টিকা দেওয়া হয়েছে এবং জনসংখ্যার ৯২ শতাংশেরও বেশি পূর্ণ ডোজ টিকা পেয়েছেন।

আপনি আরও পড়তে পারেন