জগন্নাথপুর এর ইউএনও এবং এসিল্যান্ড করোনা ভাইরাস আক্রান্ত

জগন্নাথপুর এর ইউএনও এবং এসিল্যান্ড করোনা ভাইরাস আক্রান্ত
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুর এর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সহ ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত বলে জানা গেছে। আক্রান্তগণ হোম আইসোলশনে আছেন।
হাসপাতাল সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাস অনুপ সহ মোট ছয় জন মরনব্যাধী করোনা ভাইরাসে আক্রান্ত। উনারা হোম আইসোলেশনে রয়েছেন।
এ বিষয় এর সত্যতা নিশ্চিত করে  জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুত্র ধর বলেন, ১৯ শে জানুয়ারী রোজ বুধবার করোনা পরীক্ষার প্রতিবেদনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম এর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এর আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাস অনুপ সহ মোট ছয় জন করোনা আক্রান্ত হয়েছেন। উনারা সকল হোম আইসোলেশনে আছেন। এযাবৎ জগন্নাথপুরে ৫ শত ৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। আর ১৯ জন মৃত্যু বরন করেছেন।

আপনি আরও পড়তে পারেন