শুন্যে ভাসছে ব্যালে বালিকা ইরা; নেট দুনিয়ায় ভাইরাল

শুন্যে ভাসছে ব্যালে বালিকা ইরা; নেট দুনিয়ায় ভাইরাল

বিকাশ চন্দ্র প্রাং, নওগাঁ প্রতিনিধি:

 

নাম তার মুবাশশীরা কামাল ইরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যের সামনে শুন্যে ভাসছে সে। ফ্রি-ল্যান্সার জয়িতার ক্যামেরায় উঠানো তার বেশকিছু ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল। এই ছবির মডেল নৃত্য শিল্পী ‘ইরা’। জীম, স্কেটিং, টেনিস ও ক্রিকেটে সমান পারদর্শী ইরা মূলতঃ ইতালির ব্যালে নাচের জন্যই পরিচিতি পাচ্ছে নেট দুনিয়ায়। মফস্বল শহরের মধ্যবিত্ত পরিবার থেকে পড়ালেখা ও অনুশীলন করে সবাইকে তাক লাগিয়ে সাফল্য এনেছে একের পর এক।

নওগাঁর মেয়ে ‘মুবাশশীরা কামাল ইরা। ইরার জন্মস্থান নওগাঁ সদর উপজেলার বিজিবি ক্যাম্প সংলগ্ন বটতলী এলাকায়। সেখানেই পড়ালেখা-অনুশীলন ও বেড়ে উঠা। ইরার বাবার নাম আবু হায়াৎ মোহাম্মদ কামাল এবং মায়ের নাম ফাহমিদা কামাল। ইরা নওগাঁ সীমান্ত পাবলিক স্কুল থেকে এসএসসিতে পেয়েছে জিপিএ-৫। এখন দ্বাদশ শ্রেনিতে পড়ছে নওগাঁ সরকারী কলেজে। চার বোনের মধ্যে ইরা তৃতীয়। বড় দুই বোন এবং ছোট বোন আলাদা প্রতিভার অধিকারী।

মুবাশশীরা কামাল ইরার ভাষায় এটি একটি ইতালীয় শাস্ত্রীয় নৃত্যের ধরন যা করুণা এবং নির্ভুলতার দাবি করে, আন্দোলনের মাধ্যমে অভিব্যক্তি তৈরি করার জন্য জটিল, প্রবাহিত নিদর্শনগুলিতে সেট করা আনুষ্ঠানিক পদক্ষেপ এবং অঙ্গভঙ্গি ব্যবহার করে। নাচের এই ধরনকে বলে ব্যালে। ব্যালে-জিমন্যাস্টিক মিলিয়ে পারফর্ম করে ইরা।

মুবাশশীরা কামাল ইরা জানায়, নাচ আমার পছন্দের একটি অনুশীলন। ২০১৭ সালে ইউটিউব দেখে বাসাতেই এই ব্যালে নাচ শুরু করি। প্রথম দিকে অনেক কঠিন মনে হলেও এখন সবগুলো স্টেপ প্রায় আয়ত্ব হয়ে গেছে। নাচ নিয়ে দেশে এবং দেশের বাহিরে পড়াশুনা করার ইচ্ছে আছে। দেশীয় সংস্কৃতির পাশাপাশি এই ব্যালে নাচ নিয়ে নতুন কিছু করার ইচ্ছা আছে। এই নাচের জন্য আমি অনেক কষ্ট করেছি এবং করে যাচ্ছি। তবে নাচের মধ্য দিয়ে আমি অনেক কিছু করতে চাই।

ইরা’র মা ফাহমিদা কামাল বলেন, মেয়ের নাচের প্রথম হাতে খড়ি নওগাঁ জেলা শিল্পকলা একাডেমির শিক্ষক সুলতান মাহমুদের কাছে। এরপর ঢাকায় ভরতনাট্যমে নাচ শিখেছে। ২০২১ সাল থেকে ঢাকার সাধনার সাথে কাজ করছে ইরা। ১ম দিকে পরিবারের সহযোগীতা তেমন একটা না থাকলেও এখন সকলেই নাচের বিষয়ে সহযোগীতা করছে।

আবু হায়াৎ মোহম্মদ কামাল বলেন, আমি চাই ইরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নাচে ভালো পারফর্ম করে দেশের সুনাম অর্জনের পাশাপাশি ভালো লেখাপড়া করে ভবিষ্যতে সে বিসিএস ক্যাডার হয়।

 

আপনি আরও পড়তে পারেন