ঝিনাইদহে বিনামুল্যে চক্ষু সেবাক্যাম্প অনুষ্ঠিত

ঝিনাইদহে বিনামুল্যে চক্ষু সেবাক্যাম্প অনুষ্ঠিত

শেখ শফিউল আলম লুলু,ঝিনাইদহ;

ঝিনাইদহে বিনামূল্যে চক্ষুসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২রা ফেব্রয়ারী)সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা সদর উপজেলার নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয় এ ক্যাম্পে অনুষ্ঠিত হয়। এ্যসোসিয়েশন ফর গুড গভার্নমেন্স ইন বাংলাদেশ ও খুলনা বিএলএসবি চক্ষু হাসপাতালের যৌথ আয়োজনে এই চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। অধ্যাপক এম মিজানুর রহমানের পরিচালনায় দিনভর এই ক্যাম্পে ২০০ নারী পুরুষের চোখের চিকিৎসা দেওয়া হয়। এরমধ্যে ৫০ জনকে অপারেশনের জন্য ু হাসপাতালে পাঠানো হয়েছে। যাদের বিনামূল্যে অপারেশন করা হবে।
ক্যাম্পে উপস্থিত ছিলেন, খুলনা বিএলএসবি চক্ষু হাসপাতালের সহকারী সার্জন জুবায়ের রিয়েল, নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল আলম খান, ক্যাম্প পরিচালনা কমিটির সভাপতি তাইজুল ইসলাম, নলডাঙ্গা ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, নলডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তবিবুর রহমান, কালীগঞ্জ উপজেলা হেল্থ ইন্সপেক্টর কেএম কামরুজ্জামান প্রমুখ।

 

আপনি আরও পড়তে পারেন