হাজারো ভক্ত ও আশেকানদের কাঁদিয়ে চলে গেলেন মানিক শাহ্ ফকির

হাজারো ভক্ত ও আশেকানদের কাঁদিয়ে চলে গেলেন মানিক শাহ্ ফকির
ঢাকা দোহার উপজেলার পরান শাহ্ ফকিরের বংশদ্ভূত মৃত  শারফিন শাহ ফকিরের উত্তরসূরী মানিক শাহ্ ফকির চিশতি হাজারো ভক্ত ও আশেকানদের কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে।
গত শনিবার  (০৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে  ১০ টার দিকে ঢাকার জাতীয়  হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে  ভক্তবৃন্দ, আশেকান, জাকেরান ও স্বজনদের মাঝে।
মৃত্যুকালে তিনি এক স্ত্রী, দুই ছেলে,এক মেয়েসহ অসংখ্য ভক্তবৃন্দ ও গুণগ্রাহী রেখে যান।
রোববার বাদ যহুর মরহুমের নামাজের জানাজা তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। নামাাজ পরিচালনা করেন মিরপুর, ঢাকাস্থ মাদ্রাসা এশায়াতুল কুরআন ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক ও সাবেক ইসলামিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক  মাওলানা আজিজুর রহমান মাছুম বিল্লাহ্।
 জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবার মাজারের পাশে তাকে সমাধিত করা হয়। পরিশেষে পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা করা হয়।

আপনি আরও পড়তে পারেন