গুইমারাতে জনস্বাস্থ্য প্রকৌশলীর নবনির্মিত কার্যালয় উদ্বোধন

গুইমারাতে জনস্বাস্থ্য প্রকৌশলীর নবনির্মিত কার্যালয় উদ্বোধন

এম দুলাল আহাম্মদ,খাগড়াছড়ি:-

গুইমারা উপজেলার জন্য বরাদ্ধকৃত নিজস্ব জায়গায় ৪৩ লাখ টাকা ব্যায়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,গুইমারা উপজেলার সহকারী প্রকৌলীর নবনির্মিত কার্যালয় শুভ উদ্বোধন  করা হযেছে।
বৃহস্পতিবার(১০ ফেব্রুয়ারী) বিকাল ৩টার  সময় ফিতা কেটে গুইমারা উপজেলার জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলীর নবনির্মিত কার্যালয়ের উদ্ভোধন করেন,প্রধান অতিথি,ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান(প্রতিমন্ত্রী)কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এই উপলক্ষে খাগড়াছড়ি জেলার জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রেবেকা আহসান এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন,খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা,খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য শাহেনা আক্তার,জেলা পরিষদ সদস্য শতরুপা চাকমা, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী আইয়ুব আলী আনসারী, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সদস্য ও হাফছড়ি ইউ,পির সাবেক চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী,গুইমারা উপজেলার ৩ ইউপির চেয়ারম্যান ও মেম্বারসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সারাদেশে ন্যায় পার্বত্য জেলা গুলোতে ব্যপক উন্নয়ন সাধিত হচ্ছে।প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়নশীল বাংলাদেশ গড়ার লক্ষ্যে পার্বত্য এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের মাধ্যমে পাহাড়ি দূর্ঘম এলাকায় নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা করছে।বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় স্থানীয় আওয়ামী লীগের নেতাদের আপ্রান চেষ্টায় গুইমারা উপজেলার যাত্রা শুরু করেছে।অতিদ্রত আধুনিক উপজেলায় রূপান্তরিত হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন,আওয়ামী লীগ সর্বদা মানুষের কল্যানে কাজ করে। সারা দেশে আজ উন্নয়নের জোয়াড় বইছে।উন্নয়নের এই ধারা কেউ ঠেকিয়ে রাখতে পারবেনা।এসময় প্রধান অতিথি সকলকে মাস্ক ব্যবহারের পরামর্শ দেন।
তার আগে গুইমারা উপজেলার  দুর্গম এলাকা পঙ্খীমুড়াতে নিরাপদ পানি সরবরাহ সিস্টেমের উদ্ভোধন করেন প্রধান অতিথি।

 

আপনি আরও পড়তে পারেন