নবাবগঞ্জ উপজেলায় প্রাণী সম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত

নবাবগঞ্জ উপজেলায় প্রাণী সম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় প্রাণী সম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের আয়োজনে বুধবার সরকারি দোহার নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় মাঠে ৫০টি স্টলে এ প্রদর্শন করা হয়।

উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা খামারীরা বিভিন্ন প্রজাতির গরু, ঘোড়া, মহিষ, ছাগল, ভেরা, গারল, হাঁস, মুরগি, কবুতর, পোষা পাখি প্রদর্শন করেন।

উদ্বোধন ও সমাপণি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অরুণ কৃষ্ণ পাল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফারহানা জাহান।

প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইঞ্জি. আরিফুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার।

উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আফরোজা সুলতানার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাহিদুজ্জামান, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও কলাকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল, যন্ত্রাইল ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান তুহিন, উপজেলা ডেইরী ফার্ম সমিতির সভাপতি মায়া রানী বাউল প্রমুখ।

অনুষ্ঠানে ৩টি ক্যাটাগরিতে মোট ৯জন খামারীকে পুরস্কৃত করা হয়। পরে অতিথিসহ দর্শনার্থীরা মেলার স্টল ঘুরে দেখেন।

আপনি আরও পড়তে পারেন