অবৈধভাবে ধান-চাল মজুদ রাখার দায়ে মহাদেবপুরে এসিআই অটো রাইস মিলে মোবাইল কোর্টে অর্থদন্ড

অবৈধভাবে ধান-চাল মজুদ রাখার দায়ে মহাদেবপুরে এসিআই অটো রাইস মিলে মোবাইল কোর্টে অর্থদন্ড

স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর মহাদেবপুরে অবৈধভাবে ধান-চাল মজুদ রাখার দায়ে এসিআই অটো রাইস মিলে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার সরস্বতীপুর বাজারের পাশ্ববর্তী এলাকায় অবস্থিত ওই মিলে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহারুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, এসিআই অটো রাইস মিলে অবৈধভাবে ধান চাল মজুদ রাখা হয়েছে জেলা এনএসআই এর এমন গোপন তথ্যের ভিত্তিতে এদিন সকালে জেলা খাদ্য অফিসের সমন্বয়ে জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাহারুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় অবৈধভাবে ধান চাল মজুদ রাখার দায়ে ওই অটো রাইস মিলের প্রোডাকশন কর্মকর্তা সরস্বতীপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আবু সামস মোঃ রফিকুল ইসলাম (৩৫) কে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকার মামলা দায়ের করেন। এবং মোবাইল কোর্টের পরিচালনা কারী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উক্ত ব্যক্তির অর্থদণ্ড প্রদানকালে গোডাউনে মজুদকৃত চাউল আগামী ১৫ মার্চ ও মজুদকৃত ধান ২০ মার্চ তারিখের মধ্যে বাজারজাত করার জন্য নির্দেশ প্রদান করেন।

এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহারুল ইসলাম।

 

আপনি আরও পড়তে পারেন