দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির ১১ দিনের কর্মসূচি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির ১১ দিনের কর্মসূচি

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং মূল্য কমানোর দাবিতে টানা ১১ দিন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী বিভিন্ন সংগঠন।

বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল জানান, বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং মূল্য কমানোর দাবিতে কয়েকটি কর্মসূচি পালন করা হবে।

কর্মসূচির মধ্যে রয়েছে, ২৬ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি, ২৮ ফেব্রুয়ারি বিভাগীয় সদর ও মহানগরের বিক্ষোভ সমাবেশ পালন করা হবে। বিএনপির উদ্যোগে ২ মার্চ জেলা পর্যায়ে, ৫ মার্চ উপজেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ পালন করা হবে।

৬ মার্চ ছাত্রদল, ৮ মার্চ যুবদল, ৯ মার্চ স্বেচ্ছাসেবক দল ও ১০ মার্চ কৃষক দলের উদ্যোগে সারাদেশে বিক্ষোভ সমাবেশ পালন করা হবে। ১২ মার্চ বিএনপি সারাদেশে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে হাট-বাজারে সভা/পথ সভা ও লিফলেট বিতরণ করবে। ১৪ মার্চ মহিলা দলের উদ্যোগে ও ১৫ মার্চ তাঁতি দলের উদ্যোগে সারাদেশে বিক্ষোভ সমাবেশ পালন করা হবে।

বিএনপির এসব কর্মসূচিতে সাধারণ জনগণকে তাদের প্রয়োজনে অংশগ্রহণ করার আহ্বান জানান মির্জা ফখরুল। তিনি বলেন, দুর্নীতির কারণে প্রতিটি ক্ষেত্রে জিনিসপত্রের দাম ২০ থেকে ২৮ শতাংশ দাম বেড়ে গেছে।

তিনি আরও বলেন, সম্প্রতি নিত্যপণ্যের মধ্যে চাল, ডাল, তেল, গ্যাস, পানি, বিদ্যুতের দাম লাগামহীনভাবে বাড়ছে। এতে বাংলাদেশের প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে আর্থিক দিক থেকে। মানুষের প্রকৃত আয় অনেক কমে গেছে।

কোথাও সরকারের নিয়ন্ত্রণ নেই দাবি করে বিএনপি মহাসচিব বলেন, এই মুহূর্তে বাজারে সরকারের নিয়ন্ত্রণ নেই, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়ন্ত্রণ নেই, উৎপাদনে নিয়ন্ত্রণ নেই। দুর্নীতি এমন এক পর্যায়ে চলে গেছে, কোথাও তাদের নিয়ন্ত্রণ নেই।

 

 

আপনি আরও পড়তে পারেন