নওগাঁয় ৬টি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান; ১৬ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড

নওগাঁয় ৬টি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান; ১৬ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদন্ড

বিকাশ চন্দ্র প্রাং, স্টাফ রিপোর্টার: নওগাঁয় অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার দায়ে
মোবাইল কোর্টের মাধ্যমে ৬টি ইটভাটায় সাড়ে ১৬ লক্ষ টাকা অর্থদন্ড করা হয়েছে। এর মধ্যে লাইসেন্স বিহীন, পরিবেশ দূষণ এবং অবৈধভাবে কয়লার পরিবর্তে কাঠ পোড়ানোর অভিযোগে সদর উপজেলায় ৪টি ও বদলগাছী উপজেলায় ২টি
ইটভাটায়। মঙ্গলবার ২৩ ফেব্রুয়ারী বিকেলে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং এবং এনফোর্সমেন্ট শাখার সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

বুধবার নওগাঁর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মকবুল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং এবং এনফোর্সমেন্ট শাখার
নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী রাজিব মাহমুদ মিঠুর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মকবুল হোসেন ও ডাটা এন্ট্রি অপারেটর আশরাফুল আকন্দ। অভিযানে সার্বিক সহযোগিতা করেন পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

অর্থদন্ডপ্রাপ্ত ইটভাটাগুলো হলো নওগাঁ সদর উপজেলার এসএনপি ব্রিকসের স্বত্বাধিকারী ওয়াজেদ আলীকে ৩ লক্ষ টাকা, এবিসি ব্রিকসের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদকে ২ লক্ষ ৫০ হাজার টাকা, এনপি ব্রিকসের স্বত্বাধিকারী শহিদুল ইসলামকে ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং মিতালী ব্রিকসের স্বত্বাধিকারী আব্দুস সোবাহানকে ২ লক্ষ ৫০ হাজার টাকা।

অপরদিকে জেলার বদলগাছী উপজেলায় মুন ব্রিকসের স্বত্বাধিকারী বাচ্চু মিয়াকে ৩ লক্ষ টাকা ও দীপ্তি ব্রিকসের স্বত্বাধিকারী সালামকে ৩ লক্ষ টাকাসহ সর্বমোট সাড়ে ১৬ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এছাড়া অবৈধ ইটভাটা বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আপনি আরও পড়তে পারেন