সৌদিতে আরও ৪ নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার

সৌদিতে আরও ৪ নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার

সৌদি আরবে আরও চারটি নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার হয়েছে। দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানিয়েছে।

সৌদি আরবের বৃহৎ তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান আরামকো চারটি এলাকায় খনন করে নতুন ওই গ্যাসক্ষেত্রের সন্ধান পায়।

এগুলো হলো- উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে। মধ্যাঞ্চলে অবস্থিত শাদুন গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন গড়ে ২ কোটি ৭০ লাখ ঘনফুট গ্যাস এবং ৩ হাজার ৩০০ ব্যারেল তেল পাওয়া যাবে।

এ ছাড়া শিহাব এলাকায় আবিষ্কৃত গ্যাসক্ষেত্র থেকে প্রতিদিন ৩ কোটি ১ লাখ ঘনফুট ও উম খানাসের এলাকায় ২০ লাখ ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে।

আল-শরফা এলাকায়ও নতুন একটি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে।

 

আপনি আরও পড়তে পারেন