ইমরান খানকে সরাতে ফের অনাস্থা প্রস্তাব পাকিস্তানে

ইমরান খানকে সরাতে ফের অনাস্থা প্রস্তাব পাকিস্তানে

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন দেশটির জ্যেষ্ঠ বিরোধীদলীয় নেতারা। মঙ্গলবার পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি সেক্রেটারিয়েটে এ প্রস্তাব জমা দিয়েছেন তারা।

বিরোধী এ নেতারা যখন তাদের অনাস্থা প্রস্তাব জমা দিতে গিয়েছিলেন তখন স্পিকার তার কার্যালয়ে ছিলেন না, সে কারণে ন্যাশনাল অ্যাসেম্বলি সেক্রেটারিয়েটে এ প্রস্তাব জমা দেওয়া হয়েছে।

পাকিস্তানের আইন অনুযায়ী, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোটের জন্য প্রস্তাবে ন্যাশনাল অ্যাসেম্বলির কমপক্ষে ২০ শতাংশ সদস্যের অর্থাৎ ৬৮ জনের স্বাক্ষর থাকতে হবে।

ইমরান খানের বিরুদ্ধে যারা অনাস্থা প্রস্তাব এনেছেন তাদের মধ্যে রয়েছেন- সানাউল্লাহ, শাজিয়া মারি, মরিয়ম আওরঙ্গজেব।

এরআগে গতবছরের মার্চেও একবার এই অনাস্থা ভোটের মুখে পড়েছিলেন ইমরান খান। সেবার অবশ্য তিনি ১৭৮টি ভোট তার পক্ষে পেয়েছিলেন; প্রয়োজনীয় ভোটের চেয়ে যা ৬টি বেশি ছিল।

তবে এ প্রস্তার আসার পর ইমরান খান সাংবাদিকদের বলেছেন, এভাবে তার সরকারকে ক্ষমতাচ্যুত করা যাবে না। এতে বরং তার সরকার আরও শক্তিশালী হবে।

তিনি বলেন, তাকে ক্ষমতা থেকে সরানোর এটা বিরোধীদের শেষ চেষ্টা। আমরা তাদের এমনভাবে পরাজিত করবো যে তারা ২০২৮ সাল পর্যন্ত আর কিছু করতে পারবে না।

এই বিরোধীদের সাথে বেশ কিছু বিদেশি শক্তি রয়েছে বলেও দাবি করেন তিনি।

আপনি আরও পড়তে পারেন