হোসেনপুরে হুইল চেয়ার পেলেন প্রতিবন্ধী রমজান

হোসেনপুরে হুইল চেয়ার পেলেন প্রতিবন্ধী রমজান
মাহফুজ হাসান,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ
‘প্রতিবন্ধী শিশুর দিন কাটে বালতিতে,হুইল চেয়ারের আকুতি’শিরোনামে সংবাদ প্রকাশের পর প্রতিবন্ধী রমজান পেল হুইল চেয়ার।
সোমবার(১১ এপ্রিল) সকালে প্রতিবন্ধী রমজানকে কিশোরগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহায়তায় হুইল চেয়ার প্রদান করেন উপজেলা প্রশাসন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ,সমাজ সেবা কর্মকর্তা এছানুল হক, কিশোরগঞ্জ সমাজসেবা প্রতিবন্ধী ফাউন্ডেশন  কর্মকর্তা মিঠুন চক্রবর্তী, মুক্তিযোদ্ধা মোঃ মুঞ্জু মিয়া  প্রমূখ।
হুইল চেয়ার পেয়ে আবেগে আপ্লুত হয়ে রমজানের মা জেসমির বলেন, ‘আল্লাহ আপনাদের মঙ্গল করুক। আমার প্রতিবন্ধী ছেলেটাকে আর বালতিতে বসে দিন কাটাতে হবে না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ জানান, রমজানের পিতা আগে কখনো হইল চেয়ারের জন্য আবেদন করেন নি। এ বিষয়ে প্রকাশিত নিউজটি আমাদের নজরে আসার পর পরই তাকে হুইল চেয়ার দেওয়ার উদ্যোগ নেয়া হয়।
প্রসঙ্গত, গত ৫ এপ্রিল মঙ্গল বার কয়েকটি জাতীয় দৈনিকে প্রতিবন্ধী শিশু রমজানকে নিয়ে নিউজ প্রকাশিত হলে তা উপজেলা প্রশাসনের নজরে আসে।

আপনি আরও পড়তে পারেন