বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে পদ্মার পাড়ে নিখোঁজ বুয়েটছাত্রের লাশ উদ্ধার

সাইফুল ইসলাম,দোহার-নবাবগঞ্জঃ
পদ্মা নদীতে নিজের ছবি (সেলফি) তুলতে গিয়ে বুয়েটের এক শিক্ষার্থী পানিতে ডুবে নিখোঁজ হয়েছিলো গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে।
ঘটনাটি ঘটে ঢাকার দোহার উপজেলার মৈনটঘাটে পদ্মা নদীতে।
রাত থেকেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করলেও আজ শুক্রবার  ১২টার দিকে দীর্ঘ ১১ঘন্টা চেষ্টার পর লাশ উদ্ধার করতে সক্ষম হয় ডুবুরি দল।
জানা গেছে, নিখোঁজ তারেকুজ্জামান সানি (২৫) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর আর্কিটেকচার বিভাগের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী।
তিনি শরীয়তপুরের জাজিরা এলাকার মৃত হারুন উর রশিদের ছোট ছেলে। তবে সানি ঢাকার হাজারীবাগে তার মা নাছিমা বেগম ও বড় দুই ভাইয়ের সাথে থাকতেন বলে জানা গেছে।
শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সানিকে উদ্ধারে কাজ করছে একদল ডুবুরি। পদ্মার পাড়ে দাঁড়িয়ে আছে স্থানীয়রা। ডুবুরি দলের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবাজার ফায়ার সার্ভিসের ডুবুরি আবুল খায়ের।
তিনি বলেন, খবর পেয়ে আমরা বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে দোহারের পদ্মানদীর মৈনটঘাটে এসেছি। এখনো উদ্ধারের চেষ্টা চলছে। তবে নদীতে প্রচণ্ড স্রোত থাকার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়েছে। অবশেষে ১২টার দিকে আমরা নদী হতে লাশটি উদ্ধার করতে পেরেছি।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, সানিসহ ১৬ জন বন্ধু মিলে বৃহস্পতিবার সন্ধ্যায় দোহারের পদ্মা নদীর মৈনটঘাটে ঘুরতে আসেন।
পাড়ে রাখা একটি ড্রেজার মেশিনের উপরে দাঁড়িয়ে নিজেদের ছবি (সেলফি) তুলতে গিয়ে পা পিছলে পড়ে যান সানি। তবে ঘটনাস্থলে ওই ছাত্রের কোনো স্বজনকে পাওয়া যায়নি।
দোহার থানা পুলিশ, দোহার সার্কেল এ এসপি সহ দোহার উপজেলা প্রশাসন ঘটনা স্থল পরিদর্শন করেন এবং উদ্ধার কাজে সহায়তা করেন।
লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপালে প্রেরণ করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন