নওগাঁর বদলগাছীতে বিষাক্ত গ‍্যাস টাবলেট খেয়ে এক জনের মৃত্যু

নওগাঁর বদলগাছীতে বিষাক্ত গ‍্যাস টাবলেট খেয়ে এক জনের মৃত্যু

মোঃ ফারুক হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

 

নওগাঁর বদলগাছীতে বিষাক্ত গ‍্যাস টাবলেট খেয়ে নূরজাহান (৫০) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কোলা ইউপির পুখুরিয়া গ্রামে।

 

নিহত নূরজাহান বেগম বদলগাছী উপজেলার কোলা ইউপি’র পুখুরিয়া গ্রামের বাবু হোসেন স্ত্রী।

 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১১টার সময় সবার অগোচরে ঘরে থাকা কীটনাশক গ‍্যাস টাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে নুরজাহানের ছোট ভাই নজরুল ইসলাসম সহ পরিবারের লোকজন দেখতে পেয়ে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার রোগীর অবস্থা খারাপ দেখে দ্রুত সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে রোগীকে নিয়ে নওগাঁ যাবার পথে সে মারা যায়।

 

খবর পেয়ে বিকেলে বদলগাছী থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন ও লাশের সুরতহাল রিপোর্ট করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন। এ ব‍্যাপারে থানায় একটি অপমৃত‍্যু মামলা দায়ের করা হয়েছে।

 

এলাকাবাসীরা জানান, নিহত নূরজাহান বেগম শারীরিক প্রতিবন্ধী ছিলেন । দীর্ঘদিন যাবৎ নুরজাহান বেগম মাথা ও বুকের ব‍্যথ‍্যায় ভুগছিলেন । তাই নুরজাহানের পরিবার বিভিন্ন সময় ধরে কবিরাজি চিকিৎসা করান। ধীরে ধীরে নুরজাহানের শারীরিক অবস্থার অবনতি ঘটছিল। শারীরিক অসুস্থার কারনে ভুল করেই গ‍্যাস টাবলেন খেয়ে ফেলেছে বলে জানান।

 

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বলেন, “নিহত ওই গৃহবধূ শারীরিক প্রতিবন্ধী ছিলো। শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ ব‍্যাপারে থানায় একটি অপমৃত‍্যু মামলা করা হয়েছে। এছাড়া তার মৃত্যুর বিষয়ে কারও কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।”

 

 

আপনি আরও পড়তে পারেন