রূপগঞ্জে ছেলেদের ধাক্কায় বাবার মৃত্যু, আটক ২

রূপগঞ্জে ছেলেদের ধাক্কায় বাবার মৃত্যু, আটক ২
রূপগঞ্জ প্রতিনিধি :
ঝগড়া থামাতে গিয়ে ছেলেদের ধাক্কায় মৃত্যু হয়েছে ৯০ বছর বয়সী এক ব্যক্তির। এ ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে আটক করা হয়েছে।
রূপগঞ্জের বরাবো রসুলপুর এলাকা থেকে রোববার (২৪ জুলাই) দুপুরে অভিযুক্ত দুই ছেলেকে আটক করা হয়।
নিহত ওই ব্যক্তির নাম আব্দুল আলী। সে বরাবো রসুলপুর এলাকার বাসিন্দা।
এ ঘটনায় আটকরা হলেন আব্দুল আলীর ছেলে কাউসার (২৬) ও মান্নানের (৫০)।
জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে কাউসার ও মান্নানের সাথে মেয়ে আমেনার ঝগড়া হয় শনিবার রাত ৯টার দিকে। এসময় ঝগড়া থামাতে গিয়ে ছেলে কাউসার ও মান্নানের ধাক্কায় মাটিতে লুটে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে বৃদ্ধ পিতা আব্দুল আলী। পরে তাকে স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১ টায় মারা যান তিনি। ২৪ জুলাই সকালে বৃদ্ধেরর মেজো ছেলে ইব্রাহীম বাদী হয়ে ৪ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার ভিত্তিতে পুলিশ দুপুরে মামলার এজাহারভুক্ত আসামী কাউসার ও মান্নানকে আটক করে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার তদন্ত অফিসার হুমায়ন কবির মোল্লা বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ২ ছেলেকে আটক করে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনি আরও পড়তে পারেন